ডেস্ক রিপোর্ট
বাজারের অব্যবস্থাপনা, তীব্র যানজট এবং দেশব্যাপী অস্বাভাবিক গরম পড়াসহ নানা কারণেও অনলাইনে কেনাকাটা করার দিকে মানুষের ঝোঁক বাড়ছে। নাগরিক জীবনের ব্যস্ততা ও প্রযুক্তিগত সুযোগ–সুবিধা সহজলভ্য হয়ে ওঠায় অনেকেই এখন অনলাইনে কেনাকাটা করছেন। ঈদ সামনে রেখে ক্রেতারা অনলাইনে পোশাক–পরিচ্ছদ, জুতা, জুয়েলারিসহ সেমাই–চিনির মতো অত্যাবশ্যকীয় পণ্যগুলোই বেশি কিনেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) তথ্য অনুযায়ী, অনলাইনে সাধারণত এখন দিনে সাত লাখের মতো পণ্যের ক্রয়াদেশ আসে এবং তা সরবরাহ হয়ে থাকে। বাজার ভালো থাকলে সংখ্যাটা ৮ লাখেও ওঠে। কিন্তু ঈদের মৌসুমে সার্বিকভাবে অনলাইনে পণ্য বিক্রি ৩০ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ, প্রতিদিন অনলাইনে ১০ লাখের বেশি ক্রয়াদেশ আসছে ও পণ্য সরবরাহ হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈদের আগে এসে অনলাইনে ক্রয়াদেশ সবচেয়ে বেশি বেড়েছে পোশাকসামগ্রীতে। বাড়তি ক্রয়াদেশের প্রায় ৮০ শতাংশই হলো পোশাকে। এ ছাড়া ঈদের আগে গেজেট আইটেম বা নিত্যব্যবহার্য ইলেকট্রনিক পণ্যের ক্রয়াদেশও বেশ বেড়েছে।
রাজধানীর পল্টনের বাসিন্দা শারাফাত হোসেন বলেন, ‘ঝামেলা এড়াতে অনলাইনে পাঞ্জাবি কিনেছি। এখন শপিং মলে গিয়ে কেনাকাটা করার চেয়ে এটাকেই সুবিধাজনক মনে হয়।’
সব মিলিয়ে গতবারের চেয়ে এবারের ঈদবাজারে অনলাইন কেনাকাটায় ২৫ শতাংশের মতো প্রবৃদ্ধি হয়েছে বলে দাবি খাত–সংশ্লিষ্ট ব্যক্তিদের। অনলাইনে একটি ক্রয়াদেশের সর্বনিম্ন গড় মূল্য ১ হাজার ৩০০ টাকা। ই–ক্যাব জানায়, গত এক মাসে সাড়ে চার হাজার কোটি টাকার কেনাকাটা হয়েছে অনলাইন দোকানগুলোতে। এর মধ্যে ১ হাজার ৭০০ কোটি টাকার কেনাকাটা হয়েছে বিভিন্ন ব্যাংকের কার্ডের মাধ্যমে।