ঝিনেদার কাগজ || Jhenedar kagoj || সত্যের আলোয় সুন্দর

২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড: সাবেক স্বাস্থ্যমন্ত্রী’সহ ২৪১ জনের বিরুদ্ধে মামলা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী’সহ ২৪১ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সালামসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৪১ নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (২৫শে সেপ্টেম্বর) পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাভোকেট মো. মুরাদ হোসেন বাদি হয়ে মানিকগঞ্জ সদর থানায় ৯১জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ১৫০জনের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলাটি দায়ের করেছেন।

মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল ও কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা ও আমিরুল ইসলাম মট্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক তুষার, সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, সদস্য সচিব মাহাবুবুর রহমান জনি, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কৌরাইশী সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও যুগ্ম সম্পাদক হাসেম আলী, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন ও সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা ও কাজী রাজু আহমেদ বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান খালিদ, এনামুল হক রুবেল ও আল মামুন, ছাত্রলীগ নেতা মীম ও কম্পন, যুবলীগ নেতা জুয়েল ভূঁইয়াসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মামলার এজহার সূত্রে জানা যায়,গত ৪ঠা আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সারাদেশে অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করে। সারাদেশের সঙ্গে ওইদিন মানিকগঞ্জেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করছিলেন।

ওইদিন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন করে সহযোগিতামূলক প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে জেলা বিএনপির কার্যালয়ে আলাপ করছিলেন।

সেসময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্দেশনায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিকল্পনা এবং প্রত্যক্ষ মদদে মামলার আসামীরা পেট্রোল ঢেলে মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়সহ একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন এবং আগ্নেয়াস্ত্রসহ নানা অস্ত্র প্রদর্শণের মাধ্যমে তান্ডব চালায়। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কমপক্ষে পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মামলার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আমান উল্লাহ জানান,জেলা বিএনপি কার্যালয়ে ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং আগ্নেয়াস্ত্রসহ নানা অস্ত্র প্রদর্শণের মাধ্যমে তান্ডবের ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

মিয়ানমারে লড়াইয়ের জন্য জড়ো হচ্ছে রোহিঙ্গারা

মিয়ানমারে লড়াইয়ের জন্য জড়ো হচ্ছে রোহিঙ্গারা

অনুবাদ রয়টার্স থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী বসতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস। ২০১৭ সালে বৌদ্ধ অধ্যুষিত মায়ানমার সরকার দেশটির

যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এম মজিদের সংবর্ধণা কমিটির প্রস্তুতি সভা

হরিণাকুণ্ডুতে যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এম মজিদের সংবর্ধণা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হরিনাকুণ্ড প্রতিনিধি ঝিনাইদহের হরিণাকুণ্ডুর বরেণ্য শিক্ষাবীদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সলর অধ্যাপক ড. এমএ মজিদের সংবর্ধনা প্রদান কমিটির

মানুষের ভোটার অধিকার হরণ

‘মানুষের ভোটাধিকার হরণ করে এমন স্বাধীনতা আমরা চাইনি’

মোস্তাফিজুর রহমান, কোটচাঁদপুর মানুষের ভোটাধিকার হরণ করে এমন স্বাধীনতা আমরা চাইনি। ধর্ষণ সেঞ্চুরি করে উল্লাস করে এমন স্বাধীনতা আমরা চাইনি।

দরিদ্র মেধাবী ছাত্র নীরবের পাশে মানবতার হাত

দরিদ্র মেধাবী ছাত্র নীরবের পাশে মাও. আবু তালেব

বনি আমিন, কালীগঞ্জ (ঝিনাইদহ) ঝিনাইদহের মঙ্গলপৈতা কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র সালমান ইসলাম নীরবের পড়াশোনার পথে দীর্ঘদিনের আর্থিক

কপ২৯: বছরে ৩০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেল দরিদ্র দেশগুলো

কপ২৯: বছরে ৩০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেল দরিদ্র দেশগুলো

ডেস্ক রিপোর্ট দীর্ঘ দর-কষাকষির পর সমঝোতায় পৌঁছেছে কপ২৯। বিশ্বের ধনী দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে, জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে অভিযোজন