ডেস্ক রিপোর্ট
Thank you for reading this post, don't forget to subscribe!রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছেন আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিটিভি কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন তাঁরা। পরে ভেতরে থাকা দুটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ বেলা তিনটার পর শতাধিক আন্দোলনকারী প্রধান ফটক ভেঙে বিটিভি কার্যালয়ের ভেতরে ঢুকে পড়েন। এ সময় প্রধান ফটকের বাইরে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন তাঁরা। পরে ভেতরে ঢুকে শোভা বর্ধনকারী বিভিন্ন ফুল গাছের টব ভাঙচুর করেন। এ সময় বিটিভির বিভিন্ন ফ্লোরের কর্মকর্তা–কর্মচারীদের আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এদিকে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে বিটিভি কার্যালয়ের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যরা মালিবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন। তাঁরা কিছুক্ষণ পরপর আন্দোলনকারীদের দিকে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ছিলেন।
পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা বিটিভি ভবনের সামনে এসে অভিযান শুরু করেছে।
এর আগে দুপুরে রামপুরা ব্রিজের পাশে ট্রাফিকের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। এ সময় আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রবেশদ্বারে একটি পুলিশ ফাঁড়ির ফটকে থাকা তিনটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।