ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় আসন্ন মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে নির্বাচনী প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারির আগেই সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আব্বাস আলীর বিরুদ্ধে ‘বাঘ মার্কা’ প্রতীক ব্যবহার করে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!সরেজমিনে এলাঙ্গী বাসস্ট্যান্ড, কোটচাঁদপুর রোডসহ বিভিন্ন স্থানে মো. আব্বাস আলীর নাম ও ‘বাঘ মার্কা’ প্রতীকযুক্ত ব্যানার ও পোস্টার দেখা গেছে। এছাড়া অনলাইন মাধ্যমেও প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু নির্বাচন বিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী নিজের পছন্দমতো প্রতীক ব্যবহার করতে পারেন না।
এ বিষয়ে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কমিশনার আজাদ রহমান জানান, “প্রতীক বরাদ্দের আগে এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ অনৈতিক ও বিধি লঙ্ঘনের শামিল। আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ এসেছে। তাকে সতর্ক করা হয়েছে এবং বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী নিজে থেকে প্রচারণা চালাতে পারেন না।”
মো. আব্বাস আলীর সাথে যোগাযোগের জন্য একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।