ঝিনেদার কাগজ || Jhenedar kagoj

১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
কালীগঞ্জ ফেমাস মেরিট কেয়ার একাডেমি

ঝিনাইদহে ব্যক্তিগত জমি দখল করে এলজিইডির ব্রীজ নির্মাণের অভিযোগ

এলজিইডির ব্রীজ নির্মাণ

সাইফুল ইসলাম ঝিনাইদহ

ঝিনাইদহে ব্যক্তিগত জমি দখল করে স্বেচ্ছাচারী ও একগু‌য়েমী ক‌রে এলজিইডির বিরুদ্ধে ব্রীজ নির্মাণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ব্যক্তি সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও তাতে কোন প্রতিকার মে‌লে‌নি।

Thank you for reading this post, don't forget to subscribe!

এক অভিযোগে জানা গেছে,পাগলাকানাই-জিয়ানগর সড়কের ডেফলবাড়ি গ্রামের প্রবেশ পথে সিরিজ খালের উপর এলজিইডির অর্থায়নে ব্রীজ নির্মাণ করা হয়েছে। সেখানে সরকারি জমি বাদ রেখে ডেলফবাড়িয়া গ্রামের সামছুল আলম ওরফে সোমা মুন্সির ব্যক্তিগত দুই শতাংশ জমির উপর ব্রীজ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে একগু‌য়েমীভা‌বে।

বীজের নির্মাণ কাজ ২০২৪ সালে শুরু হয়ে ২০২৫ সালের জানুয়ারী‌তে শেষ হয়ে‌ছে। সরকারী আইন ব‌র্হিভূতভা‌বে ব্রীজ নির্মাণকা‌লে জ‌মির মা‌লিক বারবার ঠিকাদারী প্রতিষ্ঠান ও এলজিইডির কর্মকর্তাদের কা‌ছে বারবার ধর্ণা দি‌লেও তারা কোন কর্ণপাত ক‌রে‌নি। ফলে জ‌মির মা‌লিক মূল্যেবান জমি হারিয়ে পাগলের মতো সরকারি বিভিন্ন দপ্তরে দিনের পর দিন ঘুরে যাচ্ছেন। ভূক্তভোগী সোমা মুন্সি জানান, ডেফলবাড়ি ৯৪ মৌজার অধীনে ৭২৬ খতিয়ানে ৪২৭ দাগে আমার ব্যক্তিগত মোট ১২ শতক জমি ছিল। এলাকার মানুষের কথা বিবেচনা করে ১৯৯৬ সালে আমার ব্যক্তিগত ১২ শতক জমি থেকে ৫ শতক জমি কমিউনিটি ক্লিনিকে স্বেচ্ছায় দান করে দিই। এরপর ওই জায়গায় স্বাস্থ্য অধিদপ্তর একটি ক্লিনিক নির্মাণ করে। সম্প্র‌তি ওই জমির পা‌শে আরো কিছু জায়গা দখল করে এলজিইডি বিভাগ সম্প্র‌তি ব্রীজ নির্মাণ করেছে। তাতে আমার দুই শতক জায়গা ওই ব্রী‌জের মধ্যে চলে গেছে।

এদিকে ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনোয়ার হোসেন জানান, যে জায়গায় পুরাতন ব্রীজটি ছিল ওই যায়গাতেই নতুন ব্রীজটি নির্মাণ করা হয়েছে। বিষয়টি ওই জমির মালিক মৌ‌খিকভা‌বে আমাকে জা‌নি‌য়ে‌ছি‌লো। কিন্তু দেশের পরিস্থিতি ভাল না থাকায় গত বছর প‌রিদর্শ‌নে যাওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন

বাবার হত্যার বিচার চাইতে মহাসড়কে দাঁড়ালো তিন বছরের শিশু!

বনি আমিন কালীগঞ্জ: পরকীয়ার অভিযোগের আবরণে এক সুপরিকল্পিত চক্রান্ত—নিরীহ আহসানুল ইসলাম অর্কিডকে অগ্নিদগ্ধ করে হত্যার নির্মম পরিণতি। এ মর্মান্তিক হত্যাকাণ্ডের

সাম্যের সুধায় সিক্ত মহতী ইফতার মাহফিল অনুষ্ঠিত

বনি আমিন, কালীগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালীগঞ্জ পৌর শাখার ৭নং ওয়ার্ডের ব্যবস্থাপনায় আড়পাড়া স্টোডিয়াম মাঠে এক মহিমান্বিত ইফতার মাহফিল অনুষ্ঠিত

দোকা‌নে আগুন শতা‌ধিক পা‌খির মৃত্যু

সাইফুল ইসলাম, ঝিনাইদহ ঝিনাইদহ শহ‌রের ব্যাপারীপাড়া শাপলা চত্ত্ব‌রে এক‌টি পশুপা‌খির দোকানে আগু‌ন লে‌গে প্রায় শতা‌ধিক বি‌দেশী জা‌তের পা‌খির করুন মৃত্যু

অসুস্থ অলংকার প্রস্তুতকারি শ্রমিকের পাশে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ

অসুস্থ অলংকার প্রস্তুতকারি শ্রমিকের পাশে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ

বনি আমিন, কালীগঞ্জ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অলংকার প্রস্তুতকারি শ্রমিক ইউনিয়নের সদস্য বিধান অধিকারীর অসুস্থতার খবরে পাশে দাঁড়িয়েছেন শ্রমিক ও মালিক

ধরা পড়লো ১০ ফুট লম্বা কুমির

ধরা পড়লো ১০ ফুট লম্বা কুমির

সাইফুল ইসলাম ঝিনাইদহের শৈলকূপা উপ‌জেলার গড়াই নদী থেকে সাধারন জনতার হা‌তে ধরা প‌ড়ে‌ছে ১০ ফুট লম্বা এক কুমির । বুধবার

নারী নেত্রীদের ওপর বিএনপি নেতাদের হামলার অভিযোগ এনে ঝিনাইদহ জেলা জামায়াতের বিবৃতি

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের নারী নেত্রীদের ওপর বিএনপির কিছু নেতার হামলার অভিযোগ এনে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ঝিনাইদহ জেলা বাংলাদেশ