বনি আমিন, কালীগঞ্জ
কালীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম।
Thank you for reading this post, don't forget to subscribe!সভায় চুরি, ছিনতাই, ডাকাতি, প্রতারণা, যানজট নিরসন, ফুটপাত উচ্ছেদ, বাজারে আলোবাতি স্থাপন, বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধ, মাদক ব্যবসা বন্ধসহ বিভিন্ন বিষয়ে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একইসঙ্গে কৃষিজমি থেকে মাটি কাটা বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা পারভিন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকবৃন্দ।
এছাড়া, সাংবাদিক জামির হোসেন, নয়ন খন্দকার ও হুমায়ুন কবির সোহাগ সভায় বক্তব্য রাখেন।
সভায় হাইওয়ে রোডে দুর্ঘটনা ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। হাইওয়ে পুলিশের কার্যকর ভূমিকা নিশ্চিত করার জন্য প্রাসঙ্গিক সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হাইওয়ে পুলিশের ওসির অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে, পরবর্তী সভায় তার উপস্থিতি নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।
ইউএনও দেদারুল ইসলাম বলেন, “মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার ও মাদক বিক্রি বন্ধে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” একইসঙ্গে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি মামলা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
সভায় অংশগ্রহণকারী সকল কর্মকর্তাই কালীগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
সভায় নেওয়া এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মাধ্যমে কালীগঞ্জে অপরাধ নিয়ন্ত্রণ এবং একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।