বনি আমিন, কালীগঞ্জ
কালীগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) নির্বাচনে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অধিকাংশ পদে সিলেকশনের মাধ্যমে প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হলেও তিনটি গুরুত্বপূর্ণ পদে ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফলাফল নির্ধারণ করা হয়। সবিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন শচীন দাস।
Thank you for reading this post, don't forget to subscribe!নির্বাচনে সহ-সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মো. ইমদাদুল হক মোটর সাইকেল মার্কায় সর্বোচ্চ ৩৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহিদ হোসেন মোরগ মার্কায় ৩৩৯ ভোট এবং মো. সাদ্দাম হোসেন মাইক মার্কায় ১৫৮ ভোট পান। সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। মো. মতলেব আনারস মার্কায় ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হন, নিকটতম প্রতিদ্বন্দী তৈয়েবুর রহমান বাস মার্কায় ১৯৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন । সাংগঠনিক সম্পাদক পদে মো. রমজান আলী কলস মার্কায় ২৭৩ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বীরা তুলনামূলক কম ভোট পান।
সভাপতি, কোষাধক্ষ্য ও অন্যসব গুরুত্বপূর্ণ পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণের কার্যক্রম। নির্বাচনে অংশগ্রহণকারী শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং আগ্রহ ছিল প্রশংসনীয়। নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এবারের নির্বাচন শান্তিপূর্ণ এবং স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।