বনি আমিন, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গভীর শোকের ছায়া। সর্বজনশ্রদ্ধেয় শিক্ষক ও সমাজসেবক আলহাজ্ব লুৎফর রহমান আর নেই। দীর্ঘদিন শিক্ষকতা ও সমাজসেবার মাধ্যমে মানুষের মন জয় করে নেওয়া এই গুণী ব্যক্তি মঙ্গলবার রাত ১০টায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Thank you for reading this post, don't forget to subscribe!৮৪ বছর বয়সী লুৎফর রহমান সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। শিক্ষকতা জীবনের নিষ্ঠা, সততা এবং আন্তরিকতার জন্য তিনি শিক্ষার্থীদের কাছে ছিলেন পিতৃতুল্য। অবসরের পরও তিনি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনে তার অবদান রেখে গেছেন।
লুৎফর রহমান শিক্ষকতা জীবনে শুধু একজন শিক্ষক নন, বরং একজন পথপ্রদর্শক ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালনসহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনে যুক্ত ছিলেন। অবসর নেওয়ার পরও তিনি কালীগঞ্জ উপজেলা হাজী কল্যাণ সমিতি, মধুগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদ এবং বলিদাপাড়া কওমি মাদ্রাসার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার নেতৃত্বে এসব প্রতিষ্ঠান গড়ে তুলেছে নানামুখী উন্নয়ন কার্যক্রম।
বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি। যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার জোহরবাদ তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ঈদগাহ মাঠে। সেখানে তার সাবেক সহকর্মী, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ অংশ নেন। দ্বিতীয় জানাজা হয় তার নিজ গ্রাম রায়গ্রাম ঈদগাহ মাঠে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে কালীগঞ্জের শিক্ষা ও সামাজিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হয়েছে। কালীগঞ্জের সর্বস্তরের মানুষ, শিক্ষার্থী, রাজনীতিবিদ, ধর্মপ্রাণ মুসল্লি এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।