ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে এক ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার রাতে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। নিহত কাউসার আলী কটা বিগত আওয়ামীলীগ সরকারের আমলে পুলিশ ও র্যাবের সোর্স হিসেবে কাজ করতো কলে জানিয়েছেন স্থানীয়রা।
পরিবারের সদস্যরা জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী বাড়িতে এসে কটাকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির পাশের রেলগেটে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে তাকে ফেলে রেখে যায়।
পরিবারের সদস্যরা পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে পুলিশ জানিয়েছে নিহত কাউসার আলী কটা কোটচাঁদপুরের জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যা মামলার অন্যতম আসামী ছিলেন