আব্দুল্লাহ আল মামুন, হরিনাকুন্ডু
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় আহত ও শহীদদের স্মরণে, শহীদ পরিবারের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে,শহীদ পরিবারের আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম তারিক উজ্জামান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাহার হোসাইন,
উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার,সাধারণ সম্পাদক মো. তাইজাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোমিন,পৌর আমীর শফিউদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাব হরিণাকুন্ডু উপজেলা শাখার প্রতিনিধি ও গণ অধিকার পরিষদ ঝিনাইদহের সভাপতি আব্দুল্লাহ আল মামুন,বৈষম্য বিরোধী আন্দোলনের হরিণাকুন্ডু সমন্বয়কদের পক্ষ থেকে রফিকুল ইসলাম , শহিদ রাকিবুলের পিতা আবুবকর সিদ্দিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
স্মরণ সভায় বক্তারা বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার সমন্বিত গণ অভ্যুত্থানে দেশের জনগণ এক নতুন বাংলাদেশ পেয়েছে। জনগণের অভিপ্রায় অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণ এখন সকলের দায়িত্ব। গণ অভ্যুত্থানে নতুন একটি অধ্যায় সূচনা হয়েছে। আমরা চাই আধুনিক ও বৈষম্যহীন সমাজ। বাংলাদেশে কোন বৈষম্য থাকতে পারে না।
যারা গণ অভ্যুত্থানে জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, দুঃখ-কষ্ট ভোগ করেছেন এবং যে মায়েরা সন্তান হারিয়েছেন সবারই আত্মত্যাগ সফল হোক। সবাইকে নিয়ে আমরা যেন সুন্দর বাংলাদেশ, সুন্দর সমাজ গড়তে পারি। স্মরণসভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আহত ও শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এছাড়াও আরো উপস্থিত ছিলেন সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।