বনি আমিন
কালীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে একটি ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার টিম অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে সবজি, চাল, মুরগি, ডিম এবং হোটেল-বেকারির বাজার মনিটরিং করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!অভিযানের সময় ব্যবসায়ীদেরকে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, প্রতিদিন তা হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ ও সরবরাহের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে “মেসার্স মুসলিম বেকারি” কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর কেমিক্যালযুক্ত রঙের ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, ধানসিড়ি হোটেলের দুটি প্রতিষ্ঠানকে বাসি ও পচা খাবার পরিবেশনের দায়ে এবং ভুক্তভোগী ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য অফিসার জনাব সাধন সরকার, ক্যাব ঝিনাইদহের সাধারণ সম্পাদক ও জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য শরিফা খাতুন এবং কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম।
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের এ ধরনের উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।