ডেস্ক রিপোর্ট
ঝিনাইদহের কালীগঞ্জের বালিয়াডাঙ্গা দাদপুর সড়কে মোটরসাইকেল পাওয়ার টিলার সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালনোর কারণে ঘটনাটি ঘটেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৩.৩০মিনিটে মো. রানা (১৮) বোনের বাসা থেকে আসার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার টিলার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল থেকে সিটকে পড়ে পাওয়ার টিলারের চাকার নিচে পিষ্ট হয়।
নিহত মো. রানা উপজেলার পিরোজপুর গ্রামের মুনছুর আলীর ছেলে (৪৫)। চালক মো. আসলাম আঁখ বোঝাই পাওয়ার টিলার ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। চালক আসলাম উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামের ছাদেক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র হতে জানা গেছে, রানা বোনের বাসায় বেড়াতে এসেছিল সেখান থেকে দুপুরে খাবার শেষে বালিয়াডাঙ্গার স্থানীয় বাজারে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। এই ঘটার পর কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশের সাব ইন্সপেক্টর অহিদুল ইসলামের নিকট হস্তান্তর করেন।