ডেস্ক রিপোর্ট
ঝিনাইদহে সদর উপজেলার ডেফলবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ জর্দার ভোরে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি গতকাল মাগরিবের নামাজ আদায় করার পর ব্রেইন স্টোক বা ( মস্তিষ্কে রক্তক্ষরণ) হয়। পরিবারের সদস্যরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। কিন্তু শারীরিক অবনতি দেখে জরুরী ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর থেকেই তিনি অচেতন অবস্থাতেই ছিলেন। এবং অচেতন অবস্থাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ১৩ আগস্ট ১৯৫২ সালে ডেফলবাড়িয়া নিজগ্রামে জন্মগ্রহন করেন। পরিবারে আপন দুই ভাইয়ের মধ্য তিনি ছিলেন বড়। তার ছোট ভাই ১৯৭১ সালে যুদ্ধে শহীদ হয়েছিলেন।
মঙ্গলবার বাদ যহর তাকে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা শেষে পারিবারিক করব স্থানে দাফন করা হয়।