বনি আমিন, কালীগঞ্জ
ঝিনাইদাহ থেকে যশোর রুটে চলাচলকারী রূপসা গড়াই পরিবহনের বিরুদ্ধে হাফ ভাড়া ও আসন বৈষম্যের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ রবিবার (২২ ডিসেম্বর) বিকাল পাঁচটায় কালীগঞ্জ নিমতলা বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেইন বাস টার্মিনালে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও আলোচনায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক হুমায়ুন কবির, হোসাইন, কালীগঞ্জ থানা সমন্বয়ক নিশান, রিয়াদ, হৃদয় ও অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় জেলা সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, “গড়াই ও রূপসা পরিবহনের বৈষম্যমূলক আচরণ গ্রহণযোগ্য নয়। পূর্বের স্বৈরাচার সরকারকে প্রতিহত করতে পারলে এই সিন্ডিকেট ভেঙে দেওয়া কঠিন কিছু নয়। আমরা বৈরী আচরণ বন্ধ করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানাই।”
আলোচনায় আরও উঠে আসে, যশোর ও ঝিনাইদাহ রুটের যাত্রীদের জন্য অর্ধেক ভাড়ার নিয়ম থাকলেও রূপসা, গড়াই পরিবহন সেটি মানছে না। এমনকি কালীগঞ্জ থেকে যাত্রী তোলার ক্ষেত্রেও তারা অযথা বিড়ম্বনা সৃষ্টি করছে এবং যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করছে।
কালীগঞ্জ থানা সমন্বয়ক নিশান বলেন, “রূপসা গড়াই পরিবহনের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে তারা তিন দিনের মধ্যে দাবিগুলো মেনে নেবেন। তবে এর পরেও যদি দাবি পূরণ না হয়, তাহলে আমরা আরও বড় আন্দোলনে নামতে বাধ্য হবো।”
ছাত্র আন্দোলনের এই কর্মসূচি জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তারা আশাবাদী যে পরিবহন সিন্ডিকেট জনস্বার্থের কথা বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেবে এবং বৈষম্যমুক্ত পরিবেশ নিশ্চিত করবে