বনি আমিন, কালীগঞ্জ (ঝিনাইদহ)
কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার সকালে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম। তিনি বলেন, “মাদক প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবার সহযোগিতায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
Thank you for reading this post, don't forget to subscribe!ইউএনও দেদারুল ইসলাম উল্লেখ করেন, তিনি কিছুদিন আগে এই উপজেলায় যোগদান করেছেন এবং যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন। তিনি আরও জানান, চলতি মাসে কালীগঞ্জ থানায় শহিদুল ইসলাম নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন। নবাগত ওসি শহিদুল ইসলাম বলেন, “মাদক নির্মূল করা সম্ভব না হলেও এর বিরুদ্ধে কোনো আপস নেই। মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”
সভায় অন্যান্য বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন মতামত ও সমস্যা তুলে ধরেন। উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন খন্দকার এবং রিপোটার্স ইউনিটির সভাপতি আহসান কবির।
ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু ও আজিজুল ইসলাম খানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত প্রশাসক ও সরকারি কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বক্তারা মাদক, চুরি, ছিনতাইসহ অন্যান্য আইনশৃঙ্খলা সমস্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত সকলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন