জবি প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনে আহত হওয়া আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আমিনকে দেখতে হাসপাতালে গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১ টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর শারিরীক অবস্থার খোঁজখবর নেন উপাচার্য।
এসময় হাসপাতালে উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জনসংযোগ দপ্তরের পরিচালক তানভীর আহসান ও বহিরাঙ্গণ কার্যক্রমের পরিচালক ড. মো. আব্দুল মালেকসহ অনেকে উপস্থিত ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, আহত শিক্ষার্থী আল আমিনের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিকিৎসকদের বলেছি। তার চিকিৎসার সকল ব্যয়ভার বিশ্ববিদ্যালয় বহন করবে। এছাড়া এখন পর্যন্ত গুলিবিদ্ধ ৫ শিক্ষার্থীসহ ১৬ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের সবার সার্বক্ষণিক খোঁজখবর রাখাসহ চিকিৎসার ব্যয়ভার আমরা বহন করেছি। তাদের সবার চিকিৎসা নিশ্চিত করে নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছে।