ঝিনেদার কাগজ || Jhenedar kagoj || সত্যের আলোয় সুন্দর

২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

উইন্ডোজ অ্যাপ চালু করল মাইক্রোসফট

উইন্ডোজ অ্যাপ চালু করল মাইক্রোসফট

ডেস্ক রিপোর্ট

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট ম্যাকওএস, আইওএস, আইপ্যাডওএস, ওয়েব ব্রাউজার, অ্যান্ড্রয়েড ডিভাইস এমনকি উইন্ডোজ পিসির জন্য ‘উইন্ডোজ অ্যাপ’ চালু করেছে। উইন্ডোজ অ্যাপটি মূলত উইন্ডোজ ৩৬৫, অ্যাজার ভার্চুয়াল ডেস্কটপ, রিমোট ডেস্কটপসহ বিভিন্নভাবে উইন্ডোজ ব্যবহার করতে একটি হাব হিসেবে কাজ করে। গত ১৯ সেপ্টেম্বর মাইক্রোসফট এই উইন্ডোজ অ্যাপ চালু করেছে।

এই নতুন একীভূত অ্যাপটি প্রায় এক বছর ধরে পরীক্ষা চলছে। এতে একটি কাস্টমাইজযোগ্য হোমস্ক্রিন, মাল্টি-মনিটর সাপোর্ট ও ইউএসবি রিডাইরেকশন অন্তর্ভুক্ত রয়েছে। যেন ব্যবহারকারী ওয়েবক্যাম, স্টোরেজ ডিভাইস ও প্রিন্টারের মতো লোকাল ডিভাইসগুলো ব্যবহার করতে পারেন। যেমন তারা একটি ক্লাউড পিসিতে সরাসরি প্লাগ ইন করে ব্যবহার করেন।

এই উইন্ডোজ অ্যাপ মাইক্রোসফটের বিভিন্ন কাজ ও স্কুল অ্যাকাউন্টের মধ্যে সীমাবদ্ধ। কারণ এটি প্রাথমিকভাবে উইন্ডোজ ও অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্য রিমোট ডেস্কটপ ক্লায়েন্টের ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে।

মাইক্রোসফটের দশকেরও বেশি সময় ধরে দূরবর্তী পিসিতে সংযোগ করার জন্য মাইক্রোসফটের অনুরূপ অ্যাপ রয়েছে। যার মধ্যে রয়েছে রিমোট ডেস্কটপ কানেকশন অ্যাপ, যা এখনো উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের অংশ হিসেবে যুক্ত। এই অ্যাপগুলো নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেমসহ ব্যক্তিগত ল্যাপটপ বা পিসি থেকে অন্য পিসিতে সংযোগের জন্য উপযোগী।

তবে মাইক্রোসফট নিজস্ব নতুন উইন্ডোজ অ্যাপের সঙ্গে গ্রাহক অ্যাকাউন্টগুলোকে সমর্থন করার পরিকল্পনা করেছে, এমন কোনো ইঙ্গিত নেই। মাইক্রোসফটের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে উইন্ডোজকে সম্পূর্ণভাবে ক্লাউডে স্থানান্তর করার জন্য গত বছর এটি প্রকাশ করা হয়েছিল। যেন উন্নত এআই-চালিত পরিষেবা ও মানুষের ডিজিটাল অভিজ্ঞতার সম্পূর্ণ রোমিং করা যায়।

উইন্ডোজ ব্যবহারকারীরা মাইক্রোসফট স্টোর থেকে উইন্ডোজ অ্যাপটি নিতে পারেন। এটি ম্যাকওএস, আইওএস এবং আইপ্যাডওএসের জন্য অ্যাপলের অ্যাপ স্টোর থেকেও পাওয়া যায়। একটি অ্যান্ড্রয়েড সংস্করণও পাবলিক প্রিভিউ মোডে পাওয়া যাবে।

আরো পড়ুন

আরও পড়ুন

যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এম মজিদের সংবর্ধণা কমিটির প্রস্তুতি সভা

হরিণাকুণ্ডুতে যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এম মজিদের সংবর্ধণা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হরিনাকুণ্ড প্রতিনিধি ঝিনাইদহের হরিণাকুণ্ডুর বরেণ্য শিক্ষাবীদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সলর অধ্যাপক ড. এমএ মজিদের সংবর্ধনা প্রদান কমিটির

মানুষের ভোটার অধিকার হরণ

‘মানুষের ভোটাধিকার হরণ করে এমন স্বাধীনতা আমরা চাইনি’

মোস্তাফিজুর রহমান, কোটচাঁদপুর মানুষের ভোটাধিকার হরণ করে এমন স্বাধীনতা আমরা চাইনি। ধর্ষণ সেঞ্চুরি করে উল্লাস করে এমন স্বাধীনতা আমরা চাইনি।

দরিদ্র মেধাবী ছাত্র নীরবের পাশে মানবতার হাত

দরিদ্র মেধাবী ছাত্র নীরবের পাশে মাও. আবু তালেব

বনি আমিন, কালীগঞ্জ (ঝিনাইদহ) ঝিনাইদহের মঙ্গলপৈতা কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র সালমান ইসলাম নীরবের পড়াশোনার পথে দীর্ঘদিনের আর্থিক

কপ২৯: বছরে ৩০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেল দরিদ্র দেশগুলো

কপ২৯: বছরে ৩০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেল দরিদ্র দেশগুলো

ডেস্ক রিপোর্ট দীর্ঘ দর-কষাকষির পর সমঝোতায় পৌঁছেছে কপ২৯। বিশ্বের ধনী দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে, জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে অভিযোজন

সিইসি ও চার কমিশনার শপথ নিলেন

সিইসি ও চার কমিশনার শপথ নিলেন

ডেস্ক রিপোর্ট নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও চারজন নির্বাচন কমিশনার (ইসি) শপথ নিয়েছেন।Thank you