বনি আমিন, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জে ১৪ জন তরুণ কৃষি উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করেছে বেসরকারি সাহায্যকারী সংস্থা “সিও”। রোববার (১২ জানুয়ারি) সকালে কালীগঞ্জের চাকলা পাড়ায় সংস্থাটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত “উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান-২০২৫”-এ এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলার মোট ১০০ জন তরুণ কৃষি উদ্যোক্তাকে সম্মানিত করা হয়, যার মধ্যে কালীগঞ্জ উপজেলার ১৪ জন উদ্যোক্তা রয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!সম্মাননা পাওয়া কালীগঞ্জের উদ্যোক্তারা কৃষির নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। বিশেষত ড্রাগন ফল চাষে তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। এই সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন টিপু সুলতান, মিজানুর রহমান, সাব্বিরুল ইসলাম, মাহফুজুর রহমান, আলমগীর হোসেন, মমরেজ আলী, ইকবাল হোসেন, হেকমত আলী, আওরঙ্গজেব মাসুদ, জুয়েল আহমেদ, হারুন অর রশিদ মুসা, শাহজাহান ও শিমুল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্ঠী চন্দ্র রায়। তিনি উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। এছাড়াও সমাপনী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিও সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল আলম।
সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তরুণ উদ্যোক্তা সাব্বিরুল ইসলাম বলেন, “সিও সংস্থাকে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত করার জন্য। এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত। আমি তরুণদের বলতে চাই, কৃষি উদ্যোক্তা হিসেবে কাজ করলে সফলতার পাশাপাশি সম্মানও অর্জন করা যায়। দেশের অর্থনীতিকেও এগিয়ে নেওয়া সম্ভব।”
সিও সংস্থার প্রতিষ্ঠাতা সামছুল আলম বলেন, “বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসা জরুরি। এই সম্মাননা অনুষ্ঠানের উদ্দেশ্য তরুণদের কৃষির প্রতি আগ্রহী করা। তরুণরা যদি কৃষি খাতে কাজ করেন, তবে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং তারা নিজেরাও সম্মানিত হবেন।