বনি আমিন, কালীগঞ্জ:
পবিত্র মাহে রমজান উপলক্ষে কালীগঞ্জ থানা পুলিশ মহাসড়কে নিরাপত্তা জোরদারে কঠোর কর্মসূচি গ্রহণ করেছে, যা চলবে ঈদ-উল-ফিতর পরবর্তী সময় পর্যন্ত। বিশেষ করে, রাতের বেলায় দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনসমূহের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল, তল্লাশি ও নজরদারি পরিচালনা করা হচ্ছে।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রতিদিন কোটচাঁদপুর রোড, ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছালাভরা থেকে বারোবাজার ও গান্না বাজার পর্যন্ত এলাকায় নিরাপত্তা চৌকি স্থাপন করা হচ্ছে। সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও পরিবহনগুলোর ভিডিও সংরক্ষণ করা হচ্ছে।
এ কার্যক্রম পরিচালনা করছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার, ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম-সেবা) মহোদয়ের নির্দেশনায়। তিনি জানান, রমজানে ছিনতাই, ডাকাতি ও মলম পার্টির তৎপরতা রোধে থানা পুলিশের চারটি দল সক্রিয় রয়েছে।
দর্শনা ডিলাক্স পরিবহনের চালক আব্দুস সালাম জানান, পুলিশের এ নিরাপত্তা ব্যবস্থা রাতের যাত্রীদের স্বস্তি দিচ্ছে। এ উদ্যোগ অব্যাহত থাকলে মহাসড়কে অপরাধ প্রতিরোধ সহজ হবে। থানার এসআই রানা প্রতাপ জানান, নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে পেট্রোল ও মোবাইল ডিউটি জোরদার করা হয়েছে।
ওসি শহিদুল ইসলাম হাওলাদার যাত্রীদের মলম পার্টির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, পুলিশের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে, যাতে রমজানের পবিত্রতা বজায় থাকে ও সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে।