ঝিনেদার কাগজ || Jhenedar kagoj || সত্যের আলোয় সুন্দর

২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুকুরেরা যেখানে ২০ বিঘা জমির মালিক

কুকুরেরা যেখানে ২০ বিঘা জমির মালিক

ডেস্ক রিপোর্ট

Thank you for reading this post, don't forget to subscribe!

এতদিন হয়তো কোটিপতি মানুষের কথা শুনেছেন। কিন্তু আজ আপনাদের জানাব কোটিপতি কুকুরের কথা। ভারতের গুজরাটের বনাসকান্ঠা জেলার একটি গ্রামের নাম কুষ্কল। এখানে প্রায় ৭০০ মানুষের বসবাস। তাদের সঙ্গেই বাস করে ১৫০টি কুকুর। রীতিমতো রাজার হালে বসবাস তাদের। কারণ, প্রায় বিশ বিঘা জমির মালিক এই কুকুরগুলো। বর্তমান যার বাজারমূল্য ৫ কোটি রুপিরও বেশি। বর্তমানে গ্রামটি পরিচিতি পেয়েছে কোটিপতি কুকুরের গ্রাম হিসেবে।

অবিশ্বাস্য হলেও, প্রাণীকে সমান অধিকার দেওয়ার ভাবনা থেকে এমন উদ্যোগ নিয়েছেন ওই গ্রামের মানুষ। তারা বলছেন, গ্রামবাসীর মতো কুকুরগুলোও ওই গ্রামের আলো-বাতাসে বেড়ে উঠেছে। যুগ যুগ ধরে গ্রামের মানুষ যেমন গ্রামটিকে রক্ষা করেছে, কুকুরগুলোর পূর্বসূরিরাও করেছে। মানুষের মতো গ্রামের প্রতি অধিকার রয়েছে ওদেরও। কিন্তু গ্রামবাসীর প্রত্যেকের থাকার জন্য ঘরবাড়ি রয়েছে, অথচ কুকুরদের থাকার জন্য আলাদা জায়গা নেই কেন? কেন তাদের মাসিক আয় থাকবে না? এই ভাবনা থেকে কয়েক বিঘা জমি কুকুরদের নামেই লিখে দিয়েছেন তারা।

কুকুরদেরও ভালোভাবে জীবনযাপনের অধিকার রয়েছে— এমনটাই মানেন ওই গ্রামের মানুষ। এমন একটা দিনও যায়নি, যে দিন গ্রামের কোনো কুকুর খালি পেটে ঘুমোতে গিয়েছে। কুকুরগুলোকে খাওয়ানোর জন্য গ্রামের একটি জায়গা আলাদা করে রাখা হয়েছে। তাদের জন্য রয়েছে বিশেষ বাসনপত্রও।

শুধু তাই নয়, ডিজার্ট হিসেবে কুকুরদের খাওয়া শেষে প্রতিদিনই দেওয়া হয় লাড্ডু কিংবা অন্যান্য মিষ্টান্ন। কুকুরদের যেন স্বাস্থ্যকর খাবার দেওয়া হয় তা নিয়ে গ্রামের প্রতিটা মানুষ সচেতন। সত্যিকার অর্থে, রাজার মতোই মাথা উঁচু করে হেঁটে বেড়ায় কুষ্কলের এই চারপেয়ে প্রাণীগুলো।

গ্রামবাসীরা জানান, কুকুরদের এমনভাবে লালন-পালন করার রীতি তাদের গ্রামে বংশপরম্পরায় চলে আসছে।

জানা গেছে, স্বাধীনতার আগে এই কুষ্কল গ্রামে এক দয়াবান নবাবের শাসনে চলত। যিনি গ্রামবাসীদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের চাষবাসের জন্য প্রচুর জমি দান করেছিলেন। পরবর্তী সময়ে বাসিন্দারা মিলিতভাবে সিদ্ধান্ত নেন, তারা স্থানীয় কুকুরদের জন্য কিছু একটা করবেন। তারই প্রেক্ষিতে নবাবের দান করা জমি থেকেই বিশ বিঘা জমি গ্রামবাসীরা স্থানীয় কুকুরদের নামে লিখে দেন। ওই জমিতে চাষ করে গ্রামবাসীরা যে পরিমাণ অর্থ উপার্জন করেন, তার পুরোটাই কুকুরদের দেখাশোনার জন্য খরচ করেন তারা।

গ্রামের বাসিন্দাদের পূর্বপুরুষরা এই প্রথা চালু করেছিলেন। জাতপাতের কথা বিবেচনা না করে গ্রামের প্রত্যেকে এই প্রথা এখনো মেনে চলেন। এই ২০ বিঘা জমির বাজারমূল্য পাঁচ কোটি রুপি জেনেও কুকুরদের কথা ভেবে জমিতে হস্তক্ষেপ করেন না গ্রামের কেউই।

আরও পড়ুন

মিয়ানমারে লড়াইয়ের জন্য জড়ো হচ্ছে রোহিঙ্গারা

মিয়ানমারে লড়াইয়ের জন্য জড়ো হচ্ছে রোহিঙ্গারা

অনুবাদ রয়টার্স থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী বসতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস। ২০১৭ সালে বৌদ্ধ অধ্যুষিত মায়ানমার সরকার দেশটির

যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এম মজিদের সংবর্ধণা কমিটির প্রস্তুতি সভা

হরিণাকুণ্ডুতে যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এম মজিদের সংবর্ধণা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হরিনাকুণ্ড প্রতিনিধি ঝিনাইদহের হরিণাকুণ্ডুর বরেণ্য শিক্ষাবীদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সলর অধ্যাপক ড. এমএ মজিদের সংবর্ধনা প্রদান কমিটির

মানুষের ভোটার অধিকার হরণ

‘মানুষের ভোটাধিকার হরণ করে এমন স্বাধীনতা আমরা চাইনি’

মোস্তাফিজুর রহমান, কোটচাঁদপুর মানুষের ভোটাধিকার হরণ করে এমন স্বাধীনতা আমরা চাইনি। ধর্ষণ সেঞ্চুরি করে উল্লাস করে এমন স্বাধীনতা আমরা চাইনি।

দরিদ্র মেধাবী ছাত্র নীরবের পাশে মানবতার হাত

দরিদ্র মেধাবী ছাত্র নীরবের পাশে মাও. আবু তালেব

বনি আমিন, কালীগঞ্জ (ঝিনাইদহ) ঝিনাইদহের মঙ্গলপৈতা কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র সালমান ইসলাম নীরবের পড়াশোনার পথে দীর্ঘদিনের আর্থিক

কপ২৯: বছরে ৩০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেল দরিদ্র দেশগুলো

কপ২৯: বছরে ৩০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেল দরিদ্র দেশগুলো

ডেস্ক রিপোর্ট দীর্ঘ দর-কষাকষির পর সমঝোতায় পৌঁছেছে কপ২৯। বিশ্বের ধনী দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে, জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে অভিযোজন

সিইসি ও চার কমিশনার শপথ নিলেন

সিইসি ও চার কমিশনার শপথ নিলেন

ডেস্ক রিপোর্ট নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও চারজন নির্বাচন কমিশনার (ইসি) শপথ নিয়েছেন।Thank you