ঝিনেদার কাগজ || Jhenedar kagoj || সত্যের আলোয় সুন্দর

২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কোয়ালকম কিনতে চায় ইন্টেলকে চুক্তিমূল্য হতে পারে ১২২ বিলিয়ন ডলার

কোয়ালকম কিনতে চায় ইন্টেলকে চুক্তিমূল্য হতে পারে ১২২ বিলিয়ন ডলার কোয়ালকম কিনতে চায় ইন্টেলকে চুক্তিমূল্য হতে পারে ১২২ বিলিয়ন ডলার

ডেস্ক রিপোর্ট

চিপ জায়ান্ট কোয়ালকম আরেক চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলকে অধিগ্রহণের আগ্রহ জানিয়েছে। এই খবর প্রকাশ করেছে আমেরিকার সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের প্রতিবেদন অনুযায়ী ইন্টেলের কাছে একটি সম্ভাব্য ক্রয় প্রস্তাব নিয়ে যোগাযোগ করেছে কোয়ালকম। এতে কোয়ালকমের খরচ করতে হতে পারে ১২২ বিলিয়ন ডলার। এই অধিগ্রহণের বিষয়টি ইন্টেলের বড় ধরনের পতনকে প্রতিনিধিত্ব করছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ইন্টেল একসময় বিশ্বের সবচেয়ে মূল্যবান চিপ নির্মাতা কোম্পানি ছিল। মূলত তার এক্স৮৬ প্রসেসর প্রযুক্তির কারণে বহু বছর ধরে কোয়ালকমের আর্ম চিপগুলোর ওপর আধিপত্য দেখিয়েছে। তবে এই চুক্তির ফলে কোম্পানি দুটির চিপ প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতার অবসান হতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নালে এই চুক্তির বিষয়কে অত্যন্ত অনিশ্চিত বলে বর্ণনা করা হয়েছে। মার্কিন আরেক সংবাদপত্র নিউইয়র্ক টাইমস গত শুক্রবার এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ‘কোয়ালকম এখনো ইন্টেলকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি। এই আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।’ এই চুক্তি প্রযুক্তি জগতে ব্যাপক পরিবর্তন আনতে পারে। তবে এর সঙ্গে অনেক চ্যালেঞ্জও রয়েছে।

বর্তমানে কোয়ালকমের বাজারমূল্য ১৮৮ বিলিয়ন মার্কিন ডলার। এখন ঋণসহ ইন্টেলকে কিনতে কোয়ালকমকে ১২২ বিলিয়ন ডলার খরচ করতে হবে। সাম্প্রতিক ট্যাক্স নথি থেকে প্রাপ্ত তথ্যমতে, কোয়ালমের কাছে নগদ অর্থ রয়েছে মাত্র ১৩ বিলিয়ন ডলার।

এই অধিগ্রহণ প্রচেষ্টা প্রযুক্তি শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় অধিগ্রহণের চেষ্টা হিসেবে চিহ্নিত হবে। ২০১৮ সালে ব্রডকম যখন ১৪২ বিলিয়ন ডলারে কোয়ালকম কিনতে চেয়েছিল। তবে জাতীয় নিরাপত্তাঝুঁকির কারণ দেখিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি বাতিল করে দেন।

কোয়ালকম কীভাবে ১৮৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের কোম্পানি হিসেবে ১২২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ইন্টেলের জন্য বিড করবে, তা এখনো স্পষ্ট নয়।

একটি সূত্রের বরাত দিয়ে আমেরিকান প্রযুক্তিবিষয়ক সংবাদ মাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, কোয়ালকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টিয়ানো আমোন পাঁচ দশকের পুরোনো ইন্টেল অধিগ্রহণের আলোচনায় ব্যক্তিগতভাবে জড়িত। কোম্পানিটির বিভিন্ন বিষয় নিয়ে চিন্তাভাবনা করছে বলেও জানা গেছে। গোপনীয়তার কারণে সূত্রগুলো পরিচয় গোপন রাখতে চেয়েছেন।

এর আগে চলতে মাসেই রয়টার্স জানিয়েছিল, ইন্টেলের ডিজাইন ব্যবসার কিছু অংশ, বিশেষ করে পিসি ডিজাইন ইউনিট অধিগ্রহণের সম্ভাবনা দেখছে কোয়ালকম। ইন্টেল এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। কোয়ালকমও এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের আবেদনে সাড়া দেয়নি।

একসময়ের সবচেয়ে মূল্যবান চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্টেল যখন কঠিন সময় পার করছে, তখনই এই আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের শুরু থেকে এর শেয়ারের দর প্রায় ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। কোম্পানিটির অনেক ব্যবসা এখনো লাভজনক পর্যায়ে থাকলেও গত আগস্টে কোম্পানিটির ১৬০ কোটি ডলার ক্ষতির কথা আর্থিক প্রতিবেদনে ওঠে আসে। এরপর নিজেদের কৌশল পরিবর্তন এবং ১৫ শতাংশেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ইন্টেল।

ইন্টেলের সমস্যাগুলো শুধু উৎপাদন বা লাভের বিষয় নয়, তা অনেকটাই সিলিকন নেতৃত্বের সঙ্গেও সম্পর্কিত। একই সঙ্গে এনভিডিয়া বিভিন্ন এআই সার্ভারের জন্য চিপ উৎপাদনের ক্ষেত্রে আধিপত্য বিস্তার করছে। তবে এ ক্ষেত্রে বিশেষ কোনো সফল্য পায়নি ইন্টেল। গেমার ও নির্মাতাদের জন্য নিজস্ব জিপিইউ উৎপাদনের প্রচেষ্টায়ও তেমন কিছু করতে পারেনি কোম্পানিটি।

সূত্র: দ্য ভার্জ ও রয়টার্স

আরও পড়ুন

যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এম মজিদের সংবর্ধণা কমিটির প্রস্তুতি সভা

হরিণাকুণ্ডুতে যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এম মজিদের সংবর্ধণা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হরিনাকুণ্ড প্রতিনিধি ঝিনাইদহের হরিণাকুণ্ডুর বরেণ্য শিক্ষাবীদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সলর অধ্যাপক ড. এমএ মজিদের সংবর্ধনা প্রদান কমিটির

মানুষের ভোটার অধিকার হরণ

‘মানুষের ভোটাধিকার হরণ করে এমন স্বাধীনতা আমরা চাইনি’

মোস্তাফিজুর রহমান, কোটচাঁদপুর মানুষের ভোটাধিকার হরণ করে এমন স্বাধীনতা আমরা চাইনি। ধর্ষণ সেঞ্চুরি করে উল্লাস করে এমন স্বাধীনতা আমরা চাইনি।

দরিদ্র মেধাবী ছাত্র নীরবের পাশে মানবতার হাত

দরিদ্র মেধাবী ছাত্র নীরবের পাশে মাও. আবু তালেব

বনি আমিন, কালীগঞ্জ (ঝিনাইদহ) ঝিনাইদহের মঙ্গলপৈতা কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র সালমান ইসলাম নীরবের পড়াশোনার পথে দীর্ঘদিনের আর্থিক

কপ২৯: বছরে ৩০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেল দরিদ্র দেশগুলো

কপ২৯: বছরে ৩০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেল দরিদ্র দেশগুলো

ডেস্ক রিপোর্ট দীর্ঘ দর-কষাকষির পর সমঝোতায় পৌঁছেছে কপ২৯। বিশ্বের ধনী দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে, জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে অভিযোজন

সিইসি ও চার কমিশনার শপথ নিলেন

সিইসি ও চার কমিশনার শপথ নিলেন

ডেস্ক রিপোর্ট নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও চারজন নির্বাচন কমিশনার (ইসি) শপথ নিয়েছেন।Thank you