বনি আমিন, কালীগঞ্জ
দেশের মানুষ দীর্ঘদিনের জুলুম-নির্যাতন সহ্য করে এখন ন্যায়পরায়ণ নেতৃত্বের খোঁজে মরিয়া। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শ ও কার্যক্রম মানুষের এই চাহিদা পূরণে সর্বোচ্চ ভূমিকা রাখতে সক্ষম বলে মন্তব্য করেছেন মাওলানা আবু তালেব। তিনি আগমী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের জামায়াতে ইসলামীর পদের সম্ভাব্য প্রার্থী।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ শনিবার বিকাল ৩ টায় আবু বকর বিশ্বাস মকছেদ আলী কলেজ, চাপরাইল কলেজ মাঠে কালীগঞ্জ পূর্বঅঞ্চলের যুব বিভাগের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবু তালেব বলেন, “প্রতিটি ওয়ার্ডে যুব কমিটি থাকতে হবে। নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। কেউ যেন নির্বাচনী পরিবেশ অশান্ত করতে না পারে এবং জনগণ তাদের ভোট স্বাধীনভাবে দিতে পারে তা নিশ্চিত করতে হবে।”
তিনি যুব বিভাগকে আরো পরিশ্রমী ও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়ে বলেন, “ইসলামী বিপ্লব ও সুন্দর সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা অতুলনীয়।”
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ থানা আমীর মাওলানা ওলিউর রহমান। তিনি বলেন, “সরকারি মিথ্যা অপপ্রচার ও গুজব রটিয়েও জামায়াতে ইসলামীকে দমানো সম্ভব হয়নি। বরং এতে দলের জনপ্রিয়তা বেড়েছে।”
তিনি আরও বলেন, “দেশের জনগণ জানে কোনটি সত্য আর কোনটি মিথ্যা। জামায়াতে ইসলামী কোনো অন্ধ রাজনীতি করে না। তারা সত্য এবং ন্যায়ের পক্ষে কাজ করে।”
দুই নম্বর জামাল ইউনিয়নের আমীর মো. মোস্তাফিজুর রহমান বাবলু বলেন, “স্থানীয় সন্ত্রাসীরা এলাকায় অবৈধ অস্ত্রের অভয়ারণ্য তৈরি করেছে। প্রশাসন ও নেতাকর্মীদের এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে।” তিনি এলাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা শাখার শিবির সভাপতি মো. মনিরুজ্জামান মিঠু। এছাড়া পাঁচটি ইউনিয়নের সম্মানিত আমীর ও স্থানীয় নেতাকর্মীরাও সমাবেশে অংশ নেন।
সভাপতির বক্তব্যে নিয়ামতপুর ইউনিয়ন আমীর মাওলানা বাবুল আক্তার বলেন, “যুবসমাজই ইসলামী নেতৃত্বের ভিত্তি। তাদের সঠিক দিকনির্দেশনায় কাজ করতে হবে।”
সভায় বক্তারা যুব বিভাগকে ইসলামী আন্দোলনের অগ্রভাগে থেকে কাজ করার আহ্বান জানান। সভাটি সংগঠনের আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন নেতৃবৃন্দ।