বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক সানোয়ারা খাতুন ও সদস্য সচিব মুহিব মুশফিক খান এক যৌথ বিবৃতিতে জুলাই গণহত্যার শহীদদের নিয়ে মিথ্যা প্রচারণা চালানোর কারণে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য্যকে চাকরিচ্যুত ও বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!বিবৃতি বলা হয়, শিশির ভট্টাচার্য্য তার ফেসবুক অ্যাকাউন্টের স্ট্যাটাসে লিখেছেন “২৪-এর শহীদদের সম্পূর্ণ তালিকা করা যাচ্ছে না, কারণ অনেকেই নাকি ফিরে আসছে, আবার অনেকে নাকি মুগ্ধ হয়ে বিদেশ দেখে বেড়াচ্ছে!” এছাড়াও সম্প্রতি তিনি আরও কিছু স্ট্যাটাসে ফ্যাসিবাদী-গণহত্যাকারী আওয়ামী লীগের পক্ষে নির্লজ্জভাবে সাফাই গেয়েছেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বিভ্রান্তিকর ও উস্কানিমূলক কথা লিখেছেন।
উদ্ভূত পরিস্থিতিতে অধ্যাপক শিশির ভট্টাচার্য্যকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত ও বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদের দুই নেতা। তারা বলেন, একজন শিক্ষকের কাছ থেকে এমন কিছু আমরা কখনোই আশা করিনি, তিনি স্বৈরাচারের চাটুকারিতার মাত্রা অতিক্রম করেছেন। একজন বিবেকবান নাগরিকের পক্ষে গণহত্যা পরবর্তী এমন চাটুকারিতা জাতির জন্য হতাশাজনক।
সংবাদ বিজ্ঞপ্তি