সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহে ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আই.বি.ডব্লিউ.এফ) ঝিনাইদহ জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ও ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শহরের শিশু একাডেমি অডিটোরিয়ামে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জিয়াউল ইসলাম খানের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি জনাব মুহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি জনাব ইন্জিঃ কাজী আবিদ হাসান।
আরও উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঢাকা মহানগরী দক্ষিণের এমসি সদস্য ও সভাপতি জনাব আমিনুর রহমান, ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যশোর জোন পরিচালক জনাব মোঃ আব্দুল মতিন।
এছাড়া স্থানীয় ব্যবসায়ী হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাবেক সভাপতি মীর নাসির উদ্দীন, সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি ও সাবেক জেলা কমান্ডার মোঃ কামালুজ্জামান, ঝিনাইদহ জেলা পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবিক রনক, ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক আনোরুল ইসলাম বাদশা,ঝিনাইদহ বিসিক এর সভাপতি টিপু সুলতান, সাধারন সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস ও আকরাম হোসেন। সমাবেশ শেষে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। সভাপতি হিসেবে জিয়াউল ইসলাম খান ও সাধারন সম্পাদক হিসেবে আব্দুস সবুর নির্বাচিত হন।
এছাড়া সিনিয়ার সহ-সভাপতি মনজুরুল ইকবাল সাবু, সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন ও হাদী মুহাম্মদ, সহকারী সাধারণ সম্পাদক শামসুল আলম তারেক আনিচুর রহমান ও ড. মোস্তাফিজুর রহমান মানিক, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক শাকিরুল ইসলাম, সহকারী দপ্তর সম্পাদক মাহবুব আলম রাব্বি, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক এনামুল হক, বিদেশ বিষায়ক সম্পাদক জামির হোসেন, সহকারী বিদেশ বিষায়ক সম্পাদক জহিরুল ইসলাম তথ্য ও প্রযুক্তি বিষায়ক সম্পাদক সোয়েব মাহমুদ কার্যকরী সদস্য ওয়াসিম, মোতাহার হোসেন, লুৎফর রহমান, বিলাল হোসেন, মাসুদুজ্জামান, মনিররুল ইসলাম, হাসানুজ্জামান হাসান, সাইফুর রহমান, মনসুর আহমেদ, মাহবুবুর রহমান সোহান, আলমগীর হুসাইন, মুজাহিদুল ইসলাম, শাহজালাল, রাজু আহমেদ, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম। ঝিনাইদহ ইন্ড্রাষ্ট্রিয়ালিষ্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করবেন ঝিনাইদহ জেলা জামাতের আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর। সহকারী প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল আওয়াল ও উপদেষ্টা আব্দুর রহমান সালাফী , শরিফুল ইসলাম, সহিদুল ইসলাম সহিদ, আলী আজম ও নাজমুল হাসান দুলাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুস সবুর।