ঝিনেদার কাগজ || Jhenedar kagoj

৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
কালীগঞ্জ ফেমাস মেরিট কেয়ার একাডেমি

ঝিনাইদহে চার ডাকাত শ্রীঘরে-দশটি গরু উদ্ধার

সাইফুল ইসলাম, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার নাথকুন্ডু গ্রাম থেকে চার ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসি। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাক ভর্তি ১০টি গরু উদ্ধার করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার রাত ১০টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। আটক ডাকাতদের তিনজনের পরিচয় মিলেছে। তারা হচ্ছে যশোরের মানিক, খুলনার রূপসা এলাকার সাইফুল ও গোলজার হোসেন গোলে। সদর উপজেলার সাগান্না ইউনিয়ন বিএনপির নেতা রাজু আহম্মেদ শিপন জানান, তিনি রাতে ঝিনাইদহ থেকে বাড়ি ফিরছিলেন। তিনি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বৈডাঙ্গা মাঠের মধ্যে পেছালে একদল গরু ব্যবসায়ী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন।

তিনি গাড়ি থেকে নেমে জানতে পারেন গরু ব্যবসায়ীদের চোখে ঝালের গুড়া মেরে ডাকাতদল তাদের ১০টি গরু নিয়ে পালিয়েছে। আহতদের চোখে মুখে পানির ব্যবস্থা করে শিপন ও তার ড্রাইভার ডাকাতদলকে ধাওয়া করে।

বিএনপি নেতার ডাক চিৎকারে আশপাশের গ্রামের লোকজন ছুটে এসে বাজারগোপালপুর, নারায়নপুর ত্রিমোহনী, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সড়ক অবরোধ করে। তাদের সঙ্গে যোদ দেয় ডাকবাংলা ও বাজারগোপালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। ডাকাতদলের সদস্যরা ছিনতাইকৃত মিনি ট্রাক নিয়ে নিকটস্থ নাথকুন্ডু গ্রামে ঢুকে পড়লে জনতা রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতদলের চার সদস্যকে ধরে গনপিটুনি দেয়। এ সময় পুলিশ তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নেওয়াজ জানান, আহতদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা খারাপ।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, চুয়াডাঙ্গার ডুগডুগি গরুর হাট থেকে কয়েকজন গরু ব্যাবসায়ী ১০টি গরু কিনে ফরিদপুরে যাচ্ছিল। পথে কিছু ছিনতাইকারী তাদের চোখে মরিচের গুড়া দিয়ে গরুগুলো নিয়ে পালানোর চেষ্টা করলে জনতা তাদের ধরে পিটুনি দেয়। উপস্থিত পুলিশ সদস্যরা জনতার রোষানল থেকে ছিনতাইকারীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ওসি আরা জানান, এটি ডাকাতি নয়, ছিনতাই বলা যেতে পারে। ছিনতাইকারীদের পুর্নাঙ্গা ঠিকানা ও তাদের দেওয়া তথ্য যাচাই বাছাই করে পুরো নাম ঠিকানা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন

কঙ্গোতে সংঘর্ষে ৭০০ নিহত

কঙ্গোতে সংঘর্ষে ৫ দিনেই অন্তত ৭০০ নিহত: জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর গোমায় বিদ্রোহী ও সরকারি বাহিনীর তীব্র লড়াইয়ে পাঁচদিনেই

শিক্ষা ব্যবস্থা দ্বিধারায় বিভাজিত হওয়ায় আমাদের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের

‘দ্বিধারায় বিভাজিত হওয়ায় আমাদের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের হয়নি’

ডেস্ক রিপোর্ট আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা দ্বিধারায় বিভাজিত হওয়ায় স্বাধীনতার দীর্ঘ সময় পরেও শিক্ষা ব্যবস্থা বৈশ্বিক মানে উন্নীত করা সম্ভব

উএনও উছেন মে

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন কোটচাঁদপুর ইউএনও উছেন মে

রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উছেন মে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে পদোন্নতি পেয়েছেন। নিজের কর্মদক্ষতা, সরকারি

নিজেকে ক্লোন করতে সক্ষম এআই

নিজেকে ক্লোন করতে সক্ষম এআই

প্রযুক্তি ডেস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গুরুত্বপূর্ণ অগ্রগতি লাভ করেছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি চীনের গবেষকরা দাবি করেছেন, দুটি জনপ্রিয়

ঝিনাইদহের কালীগঞ্জে পুকুরপাড় থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার

বনি আমিন, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাজীপুর মুন্দিয়া গ্রামে পরিত্যক্ত অবস্থায় ১৪টি মরিচাধরা দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।Thank you for

মোবারকগঞ্জ সুগার মিলে অনিয়ম ও নিয়োগ বাণিজ্য

মোচিক শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ফলাফল গ্রহণ করেনি শ্রম অধিদপ্তর

বনি আমিন, কালীগঞ্জ: হাইকোর্টের নির্দেশনা অমান্য করেই মোবারকগঞ্জ চিনিকল (মোচিক) শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনের ফলাফল গ্রহণ করেনি