সাইফুল ইসলাম ঝিনাইদহ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সাড়াতলা গ্রামে রানা মন্ডল (৩৩) নামে এক যুবক স্ত্রীর ধাক্কায় নিহত হয়েছে। নিহত রানা সাড়াতলা গ্রামের মঈন উদ্দিন মন্ডলের ছেলে।
Thank you for reading this post, don't forget to subscribe!পুলিশ জানায়, রবিবার দুপুর তিনটার দিকে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে স্ত্রী শম্পা খাতুন স্বামী রানা মন্ডলকে ধাক্কা দিলে রানা পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। পুলিশ স্ত্রী শম্পা খাতুনকে আটক করেছে। নিহত রানার লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।