ঝিনেদার কাগজ || Jhenedar kagoj

৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
কালীগঞ্জ ফেমাস মেরিট কেয়ার একাডেমি

ঝিনাই্দহে সড়ক বিভাগের ৪০৭ শতাংশ জমিতে ৬৪৮ অবৈধ স্থাপনা

ঝিনাই্দহে সড়ক বিভাগ

এম এ কবীর, ঝিনাইদহ:

ঝিনাইদহে পাল্লা দিয়ে চলছে সড়কের দুু’ধারের জায়গা দখল। নির্মাণ করা হয়েছে মার্কেট,দোকান-পাট,বাড়ি-ঘর। ছোট-বড় অবৈধ স্থাপনাও রয়েছে শতশত। দখলের দৌঁড়ে থেমে নেই সরকারী আধা সরকারী প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরাও। ঝিনাইদহ জেলার সড়ক-মহাসড়কের দু’ধারে গড়ে উঠেছে এসব অবৈধ স্থাপনা। এদিকে নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তবে তারা বলেছেন,দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে ।

Thank you for reading this post, don't forget to subscribe!

খোদ ঝিনাইদহ শহরের আরাপাপুরে সড়কের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেছে পৌরসভা। এই মার্কেটের দোকানপাটগুলো ভাড়া দেওয়া হয়েছে বিভিন্ন ব্যক্তির কাছে। একইভাবে ক্যাডেট কলেজ এলাকায় সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে হোটেল-রেস্তোরা, গ্যারেজসহ বিভিন্ন ধরনের দোকানপাট। শহরের মেইন বাসস্ট্যান্ডেও সড়কের জায়গায় গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। মহেশপুরের খালিশপুরে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে মার্কেট। একইভাবে জেলার ৬টি উপজেলার সড়ক-মহাসড়ক দখল করে গড়ে তোলা হয়েছে ৬৪৮টি অবৈধ স্থাপনা।

ঝিনাই্দহে সড়ক বিভাগতথ্যমতে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ১.৬০ একর জমিতে অবৈধ স্থাপনার সংখ্যা ২১০। ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ০.৪২ একর জমিতে অবৈধ স্থাপনার সংখ্যা ৪৮,ঝিনাইদহ শহর পুরাতন সড়কের ০.৩৫ একর জমিতে অবৈধ স্থাপনার সংখ্যা ৪৮, ঝিনাইদহ টার্মিনাল-আরাপপুর-হামদহ সড়কের ০.৩০ একর জমিতে অবৈধ স্থাপনার সংখ্যা ২২,কালীগঞ্জ-কোটচাঁদপুর-জীবননগর সড়কের ০.৮০ একর জমিতে অবৈধ স্থাপনার সংখ্যা ১৬০, খালিশপুর-মহেশপুর-দত্তনগর সড়কের ০.৮০ একর জমিতে অবৈধ স্থাপনার সংখ্যা ১৬০টি। এসব জায়গা দখল করার কারণে সংকুচিত হচ্ছে সড়কের জায়গা। যে কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তাই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি সাধারণ মানুষের। দখলের বিষয়টি স্বীকারও করেছেন দখলদাররা। তারা বলছেন,দোকানপাট বা ব্যবসাপ্রতিষ্ঠান করেছেন তারা,সরকার বললেই ছেড়ে দেবেন। কোনো দখলদার বলছেন,আরাপপুরে সড়কের জায়গা দখল করে পৌরসভা মার্কেট নির্মাণ করেছে। তাতে কারো মাথা ব্যথা নেই, আমরা করলে সমস্যা কি?

এদিকে স্থানীয়রা বলছেন,সড়কের পাশে এভাবে মার্কেট বা দোকানপাট নির্মাণ করায় রাস্তা সংকুচিত হয়ে গেছে, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ছোট গাড়িগুলো বড় গাড়িকে সাইড দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। সড়কের পাশের এসব অবৈধ স্থাপনাগুলো দখলমুক্ত করে রাস্তা প্রশ্বস্ত করলে দুর্ঘটনা কম ঘটতো এবং মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারতো।

ঝিনাই্দহে সড়ক বিভাগঅন্যদিকে সড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন,সকড়ের অবৈধ স্থাপনাগুলো নিয়ে আপাতত তালিকা করার কাজ করছি। অর্থাৎ কোন কোন স্পটে কতগুলো স্থাপনা নির্মাণ করা হয়েছে এবং কত একর জমি দখল করা হয়েছে। তালিকা করা শেষ হলে এসব অবৈধ দখলকৃত জায়গাগুলো উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহের ৬টি উপজেলার সড়কের পাশের ৪০৭ শতাংশ জমিতে অবৈধ স্থাপনা রয়েছে ৬’শ ৪৮ টি। এর সংখ্যার আরও বেশি বলে জানিয়েছে সড়ক বিভাগ।

আরও পড়ুন

কঙ্গোতে সংঘর্ষে ৭০০ নিহত

কঙ্গোতে সংঘর্ষে ৫ দিনেই অন্তত ৭০০ নিহত: জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর গোমায় বিদ্রোহী ও সরকারি বাহিনীর তীব্র লড়াইয়ে পাঁচদিনেই

শিক্ষা ব্যবস্থা দ্বিধারায় বিভাজিত হওয়ায় আমাদের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের

‘দ্বিধারায় বিভাজিত হওয়ায় আমাদের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের হয়নি’

ডেস্ক রিপোর্ট আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা দ্বিধারায় বিভাজিত হওয়ায় স্বাধীনতার দীর্ঘ সময় পরেও শিক্ষা ব্যবস্থা বৈশ্বিক মানে উন্নীত করা সম্ভব

উএনও উছেন মে

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন কোটচাঁদপুর ইউএনও উছেন মে

রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উছেন মে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে পদোন্নতি পেয়েছেন। নিজের কর্মদক্ষতা, সরকারি

নিজেকে ক্লোন করতে সক্ষম এআই

নিজেকে ক্লোন করতে সক্ষম এআই

প্রযুক্তি ডেস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গুরুত্বপূর্ণ অগ্রগতি লাভ করেছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি চীনের গবেষকরা দাবি করেছেন, দুটি জনপ্রিয়

ঝিনাইদহের কালীগঞ্জে পুকুরপাড় থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার

বনি আমিন, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাজীপুর মুন্দিয়া গ্রামে পরিত্যক্ত অবস্থায় ১৪টি মরিচাধরা দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।Thank you for

মোবারকগঞ্জ সুগার মিলে অনিয়ম ও নিয়োগ বাণিজ্য

মোচিক শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ফলাফল গ্রহণ করেনি শ্রম অধিদপ্তর

বনি আমিন, কালীগঞ্জ: হাইকোর্টের নির্দেশনা অমান্য করেই মোবারকগঞ্জ চিনিকল (মোচিক) শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনের ফলাফল গ্রহণ করেনি