বনি আমিন, কালীগঞ্জ
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় রুপচান দাস (৩২) নামে এক রাজমিস্ত্রী মারা গেছেন। রবিবার সন্ধ্যা ৭টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুপচান উপজেলার বড় ভাটপাড়া গ্রামের বাসিন্দা এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!নিহতের ছোট ভাই রুপক দাস জানান, হাসপাতালে ভর্তির আগে রুপচানকে কালীগঞ্জ শহরের দারুস সেফা প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। তবে তিনি ডেঙ্গু পরীক্ষার কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন জানান, গত ৩ নভেম্বর বিকাল ৫টার দিকে রুপচান দাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার সময় তার শরীরের তাপমাত্রা ছিল ১০৪ ডিগ্রি ফারেনহাইট। ভর্তির পর প্রায় দেড় থেকে দুই ঘণ্টার মধ্যেই তিনি মারা যান। দ্রুত মৃত্যুর কারণে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ না পাওয়ায় তার মৃত্যুর কারণ সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হয়নি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন এবং জানান, আজ থেকে উপজেলা ও পৌর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি শুরু করা হয়েছে। সচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেন তিনি, যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হয়।