বনি আমিন, কালীগঞ্জ
ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলে মূল্যবান তামার তার চুরির ঘটনায় থানা পুলিশ এখনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। ২৪ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮ টায় মিলের কারখানার পেছনে ইটিপি সংযোগের তার চুরি হয়, যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা। এ ঘটনায় ২৮ অক্টোবর মিলের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে জুনিয়র অফিসার (নিরাপত্তা) মো. মতিয়ার রহমান কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে চুরির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করা হলেও পুলিশ এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
Thank you for reading this post, don't forget to subscribe!স্থানীয়রা জানান, এর আগেও মিলে মূল্যবান যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে এবং এসব চুরির সঙ্গে মিলের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী এবং স্থানীয় চোর চক্রের সংশ্লিষ্টতা রয়েছে। সর্বশেষ তামার তার চুরির ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য একটি মহল প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয় যে, চুরির পরদিন শহরের যশোর সড়কের বৈশাখী তেল পাম্প মোড়ের একটি দোকানের কর্মচারী আব্দুল মালেক জানান, বলিদাপাড়া গ্রামের মো. জহুরুল ইসলাম ৩৭ কেজি তামার তার বিক্রি করেছেন। একই গ্রামের মো. রাশেদকেও এ চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়। মিল কর্তৃপক্ষ ইতোমধ্যে উদ্ধারকৃত মালামাল নিজেদের হেফাজতে রেখেছে এবং বাকি তার উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে। তবে পুলিশ এখনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে মিল কর্তৃপক্ষ জানিয়েছে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত করছি। অভিযুক্তদের আটক এবং বাকি মালামাল উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছি।