ঝিনেদার কাগজ || Jhenedar kagoj

১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
কালীগঞ্জ ফেমাস মেরিট কেয়ার একাডেমি

ধরা পড়লো ১০ ফুট লম্বা কুমির

ধরা পড়লো ১০ ফুট লম্বা কুমির

সাইফুল ইসলাম

ঝিনাইদহের শৈলকূপা উপ‌জেলার গড়াই নদী থেকে সাধারন জনতার হা‌তে ধরা প‌ড়ে‌ছে ১০ ফুট লম্বা এক কুমির । বুধবার রাত ৯টার দিকে কু‌মির‌টি শৈলকূপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের গড়াই নদী পাড়ের সুবিদ্দা গোবিন্দপুর গ্রামের খিলাফত মেম্বারের বাড়ীর দি‌কে উঠে আসছিল। এসময় গ্রামবাসী দেখতে পেয়ে সাধারন মাছ ধরা জাল দিয়ে কুমিরটিকে আটক করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এলাকাবাসী জানান, কু‌মির‌টি রাত ৯ টার দি‌কে গড়াই নদী থেকে উঠে আড়াআড়ি ভা‌বে খিলাফত মেম্বা‌রের বাড়ীর দিকে যাচ্ছিল । এসময় এলাকাবাসী কুমিরটিকে দেখতে পায় ।

এরপর তারা মাছ ধরা জাল দিয়ে কুমিরটিকে ঘেরাও করে ধরে ফেলে। পরে এলাকাবাসী কুমিরটিকে ভ্যান গা‌ড়ির সা‌থে বেঁধে এলাকায় আনন্দ মিছিল করে। স্থানীয়রা আরো জানান, কুমিরটা প্রায় ৮ থে‌কে ১০ ফুট লম্বা হবে । তবে পুরুষ না মা‌দি তা জানা সম্ভব হয়নি।

শৈলকূপা বন বিভাগের কর্মকর্তা মোকলেসুর রহমান জানান, কুমিরটি এলাকাবাসী ধরে প্রথমে খুলমবাড়িয়া স্কুল মাঠে রাখে । তারপর ভ্যানে করে শৈলকূপা থানায় আনা হয়।

কুমিরটি জীবিত উদ্ধারে যশোর বন বিভাগের কর্মকর্তারা খবর পে‌য়ে রা‌তেই শৈলকূপার উদ্দে‌শ্যে রওনা হয়েছেন। ত‌বে নিরাপত্তার স্বার্থে কর্মকর্তারা না আসা পর্যন্ত কু‌মির‌টি থানাতেই রাখা হবে । বুধবার রাতেই কু‌মির‌টি‌কে যশোর বন বিভা‌গের কর্মকর্তারা নিয়ে যাবেন বলে তি‌নি জানি‌য়ে‌ছেন।

আরও পড়ুন

দোকা‌নে আগুন শতা‌ধিক পা‌খির মৃত্যু

সাইফুল ইসলাম, ঝিনাইদহ ঝিনাইদহ শহ‌রের ব্যাপারীপাড়া শাপলা চত্ত্ব‌রে এক‌টি পশুপা‌খির দোকানে আগু‌ন লে‌গে প্রায় শতা‌ধিক বি‌দেশী জা‌তের পা‌খির করুন মৃত্যু

অসুস্থ অলংকার প্রস্তুতকারি শ্রমিকের পাশে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ

অসুস্থ অলংকার প্রস্তুতকারি শ্রমিকের পাশে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ

বনি আমিন, কালীগঞ্জ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অলংকার প্রস্তুতকারি শ্রমিক ইউনিয়নের সদস্য বিধান অধিকারীর অসুস্থতার খবরে পাশে দাঁড়িয়েছেন শ্রমিক ও মালিক

ধরা পড়লো ১০ ফুট লম্বা কুমির

ধরা পড়লো ১০ ফুট লম্বা কুমির

সাইফুল ইসলাম ঝিনাইদহের শৈলকূপা উপ‌জেলার গড়াই নদী থেকে সাধারন জনতার হা‌তে ধরা প‌ড়ে‌ছে ১০ ফুট লম্বা এক কুমির । বুধবার

নারী নেত্রীদের ওপর বিএনপি নেতাদের হামলার অভিযোগ এনে ঝিনাইদহ জেলা জামায়াতের বিবৃতি

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের নারী নেত্রীদের ওপর বিএনপির কিছু নেতার হামলার অভিযোগ এনে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ঝিনাইদহ জেলা বাংলাদেশ

অগ্নিদগ্ধ অর্কিডের মৃত্যু

পরকীয়ার জেরে অগ্নিদগ্ধ অর্কিডের মৃত্যু, পরিবারের বিচার দাবি

কালীগঞ্জ, ঝিনাইদহ: পরকীয়ার জেরে আগুনে দগ্ধ আহসানুল ইসলাম অর্কিড (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার

কালীগঞ্জ মহাসড়কে রমজানে নিরাপত্তা জোরদার

বনি আমিন, কালীগঞ্জ: পবিত্র মাহে রমজান উপলক্ষে কালীগঞ্জ থানা পুলিশ মহাসড়কে নিরাপত্তা জোরদারে কঠোর কর্মসূচি গ্রহণ করেছে, যা চলবে ঈদ-উল-ফিতর