হরিনাকুন্ডু প্রতিনিধ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ- ২০২৪ (২৫ নভেম্বর – ১০ ডিসেম্বর) পালন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মন্ত্রণালয়াধীন দপ্তর, সংস্থা, বিভিন্ন নারী সংগঠন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি, এনজিও সমূহের সমন্বয়ে এক র্যালি অনুষ্ঠিত হয়।।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার দুপুরে (০৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান সড়ক গুলো প্রদর্শন করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে র্যালিটি শেষ হয়।
উক্ত র্যালিটি পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম তারিক উজ্জামান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি )ঈশিতা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারী,সালেহা বেগম ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোক্তার আলী,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক কর্মচারীবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।