সাইফুল ইসলাম, ঝিনাইদহ
Thank you for reading this post, don't forget to subscribe!বন্যাত্রদের সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের হাতে ৫০ হাজার টাকা তুলে দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখা।
জেলা জামায়াতে আমীর আলী আজম মোহাম্মদ আবুবকর শনিবার বিকেলে আলহেরা জেলা জামায়াত অফিসে সমন্বয়ক আবু হুরাইরার হাতে এ টাকা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন-জেলা সেক্রেটারী আব্দুল আওয়াল, সাংগাঠনিক সেক্রেটারী আব্দুল আলিম, শহর আমীর হারুন-অর-রশিদ, সদর আমীর মতিয়ার রহমানসহ দুই জন সহ-সমন্বয়ক উপস্থিত ছিলেন।
এবিষয়ে ঝিনাইদহ জেলা আমীর আলী আজম মোহাম্মদ আবুবকর বলেন- অতীতের যেকোনো সময়ের চেয়ে গত কয়েক দিনের বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকে সুপেয় পানি, খাবার ও ওষুধ সংকটে ভুগছে। এখন দল-মত-নির্বিশেষে সবটুকু সামর্থ্য দিয়ে বানভাসিদের পাশে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন – এখন রাজনৈতিক মতভেদ করার সময় নয়। এই বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রধান কাজ হওয়া উচিত। জামায়াত-শিবির নেতাকর্মীরা অতীতের মতো বর্তমানেও সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী দুই সমন্বয়কের কাছে বানভাসিদের জন্য মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়েছি ইনশাআল্লাহ।