বনি আমিন, কালীগঞ্জ:
ঝিনাইদহের বারোবাজারে সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন বিষয়ে চালকদের সচেতন করতে হাইওয়ে পুলিশের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) সাতমাইল বাজারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা রিজিয়নের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
Thank you for reading this post, don't forget to subscribe!সভায় ওসি মো. মহসিন হোসেন, এটিএসআই মনিরুল ইসলাম, এসআই খালিদুর রহমানসহ পুলিশ সদস্যরা ও শতাধিক চালক উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে আইন মেনে চলার বিকল্প নেই। তিনি সড়কের পাশে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনার পরামর্শ দেন এবং মাইকের মাধ্যমে স্থানীয়দের সচেতন করেন।