ডেস্ক রিপোর্ট
বাংলাদেশের খুলনা বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গে ভারি বৃষ্টির প্রবল আশংকা দেখা দিয়েছে । জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত ছবি থেকে দৃশ্যমান হয়েছে মেঘের চিত্র।
ভারতের ওড়িশা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের খুলনা বিভাগের উপরে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপের প্রভাব বিরাজ করছে। আজ ২৭ আগস্ট) সারাদিন খুলনা বিভাগের সকল জেলা বিশেষ করে যশোর, খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা, বাগেরহাট জেলা ও পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের সকল জেলার উপরে ভারি থেকে খুবই ভারি বৃষ্টির প্রবল আশংকা করছেন আবহওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
পশ্চিমবঙ্গের মেদিনীপুর, বান্কুরা, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ-পরগনা, কোলকাতা, হাওড়া, হুগলী জেলার উপর ভারি বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে আজ সারাদিন।
এছাড়া, সকাল পৌনে ১১টা থেকে দুপুর ৩ টার মধ্যে ঢাকা শহর ও এর চার পাশের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা মানিকগঞ্জ, টাঙ্গাইল, ও গাজীপুর জেলার উপরে।Thank you for reading this post, don't forget to subscribe!
দুঃখজনক ভাবে হলেও সত্য যে একই সময়ের মধ্যে নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও ত্রিপুরা রাজ্যের উপরেও মাঝারি থেকে ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে।