সাইফুল ইসলাম, ঝিনাইদহ
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ১৬ ডিসেম্বর সকাল ১০টায় ঝিনাইদহ শহরের আহার হোটেল মিলনায়তনে “মহান বিজয় দিবসের তাৎপর্য ও আজকের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইবিডব্লিউএফ এর ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জিয়াউল ইসলাম খানের সভাপতিত্বে
Thank you for reading this post, don't forget to subscribe!আলোচনা সভায় বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ এর উপদেষ্টা আলী আজম মোহাম্মদ আবু বকর,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম জোন পরিচালক আব্দুল মতিন, বিসিক শিল্প মালিক সমিতির সেক্রেটারি নাজিম উদ্দীন জুলিয়াস,বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম সহিদ, হাজী মুহাম্মদ,বীর মুক্তিযোদ্ধা কামালুজামান এবং মীর মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।
সভায় প্রায় দেড় শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। বক্তাগণ একটি ব্যবসা বান্ধব বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। শিল্প মালিকগণ যাতে কোন ঝামেলা ছাড়াই তাদের ব্যবসা পরিচালনা এবং উৎপাদন অব্যাহত রাখতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।