সাইফুল ইসলাম, ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর ভারতীয় বিএসএফ দুই বাংলাদেশী নারীকে বিজিবির হাতে হস্তান্তর করেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বিজিবি সূত্র জানায়, ২ মার্চ রবিবার বিকেলে মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা বিওপি পোষ্টে উক্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে বাঘাডাঙ্গা কোম্পানী কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস ও ভারতীয় বিএসএফ’র পক্ষে সুন্দরপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার যাদব এসি নাগেশ গৌতম নেতৃত্ব দেন। পতাকা বৈঠক শেষে বিএসএফ তাদের হাতে আটককৃত দুই বাংলাদেশী নারীকে বিজিবির হাতে হস্তান্তর করে।
বিজিবির সূত্র আরো জানায়, আটককৃত দুই নারী অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে বিএসএফ তাদের আটক করে। আটককৃতরা হলেন বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিন মোড়াকাঠি গ্রামের নুরু হালদারের মেয়ে জরিনা বেগম (৪২) ও নড়াইলের কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের সিরাজ ফকিরের মেয়ে শিউলি খাতুন (৪৮)। পরে তাদের দুইজনকেই যশোর জাষ্টিস ও কেয়ার সেন্টারে প্রেরণ করা হয় বলে বিজিবি জানিয়েছে।