রোকনুজ্জামান, কোটচাঁদপুর
“ছাত্র – জনতা লড়বে মাদকমুক্ত বাংলাদেশ গড়বে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজে মাদকমুক্ত ক্যাম্পাস শীর্ষক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে কলেজ থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খায়রুজ্জামান।
Thank you for reading this post, don't forget to subscribe!বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানভীর জামান (প্রতীক),সহকারি শিক্ষক আনিসুর রহমান,সহকারি শিক্ষক মশিয়ার স্যার।
সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তর্পনেন্দু মন্ডল, সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর শাখার রেড ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার হাবিবুর রহমান সহ সংগঠনের বিভিন্নপর্যায়ের দায়িত্বে থাকা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রফেসর সোবাহান আলী পরিচালনার অতিথিবৃন্দরা মাদকমুক্ত ক্যাম্পাস ও মাদকের কুফল সম্পর্কে বিভিন্ন বক্তব্য তুৃলে ধরেন। এছাড়া মাদকের সাথে যেন জড়িয়ে না যায় কোনো শিক্ষার্থী সেদিকে সবাইকে সজাক থেকে কাজ করতে হবে বলে দিক নির্দেশনা মূলক কথা তুলে ধরেন।