বনি আমিন, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অলংকার প্রস্তুতকারি শ্রমিক ইউনিয়নের সদস্য বিধান অধিকারীর অসুস্থতার খবরে পাশে দাঁড়িয়েছেন শ্রমিক ও মালিক সমিতির নেতৃবৃন্দ। স্ট্রোকজনিত রোগে আক্রান্ত হয়ে প্রায় এক মাস ধরে অর্থাভাবে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
Thank you for reading this post, don't forget to subscribe!বিধান অধিকারী কালীগঞ্জ পৌরসভার নিশ্চিন্তপুর গ্রামের কীর্তন অধিকারীর ছেলে। তার অসুস্থতা ও দুরবস্থার কথা জানতে পেরে কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারি শ্রমিক ইউনিয়ন ও জুয়েলারি মালিক সমিতির নেতারা বৃহস্পতিবার বিকেলে তার বাড়িতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি তার সুস্থতার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ জুয়েলারি মালিক সমিতির প্রতিনিধি রবিন অধিকারী, কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি সুশান্ত মালী, সাধারণ সম্পাদক ইকবল আলী, সাংগঠনিক সম্পাদক লিপুন কুমার, অর্থ সম্পাদক দীপংকর শর্মা, সহ-সাধারণ সম্পাদক প্রদীপ অধিকারিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রমিক ও মালিক সংগঠনের এই মানবিক উদ্যোগ বিধান অধিকারীর পরিবারকে স্বস্তি এনে দিয়েছে। তারা এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।