বনি আমিন, কালীগঞ্জ (ঝিনাইদহ)
নতুন প্রজন্মের শক্তি এবং আদর্শিক চেতনায় ভর করে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের কল্যাণে আমরা সবাই এক। নির্বাচনে জনগণের রায়ই চূড়ান্ত, আর সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ষড়যন্ত্র ও দেশবিরোধী কর্মকাণ্ড মোকাবেলায় একে অপরের সহযোগী হয়ে এগিয়ে আসতে হবে।”
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার বিকেল ৩টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে সাঁকো বাজারে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান আলোচক মাওলানা আবু তালেব এ কথা বলেন। তিনি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবেও নিজেকে জনগণের সেবায় নিয়োজিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশে প্রধান অতিথি মাওলানা অলিউর রহমান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। তারা ইসকনের মাধ্যমে ষড়যন্ত্র ও খুন-গুমের রাজনীতি চালিয়ে যাচ্ছে। এ ধরনের অপতৎপরতা রুখতে আমাদের সজাগ থাকতে হবে। আমরা সাম্যের ভিত্তিতে একটি ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশ গড়তে চাই। তবে সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ যুব বিভাগের সভাপতি মো. আব্দুল হামিদ বলেন, “যুবসমাজকে ইসলামিক আদর্শে দীক্ষিত করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন আমাদের লক্ষ্য। ঝিনাইদহ-৪ আসনের উন্নয়নে মাওলানা আবু তালেবের মতো যোগ্য নেতাকে সমর্থন জানানো উচিত।
সর্বশেষ সভাপতির বক্তব্যে আব্দুস সবুর মৃধা বলেন, “এই যুব সমাবেশের মাধ্যমে আমরা সমাজের উন্নয়ন এবং আদর্শিক চেতনার ভিত্তিতে যুবকদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি