বনি আমিন, কালীগঞ্জ, ঝিনাইদহ
মাদক পল্লী হিসেবে পরিচিত কালীগঞ্জ শহরের আড়পাড়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদকসহ তিন নারীকে আটক করেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনাবাহিনী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং কালীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে এই গ্রেপ্তার হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বহুল আলোচিত মাদক কারবারি জাহাঙ্গীর হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর পালিয়ে গেলেও তার স্ত্রী দিপালী বেগম, চম্পা বেগম এবং ডলি বেগমকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে যৌথ বাহিনী ভেজা অবস্থায় নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটের একটি প্যাকেট, ফেনসিডিলের ১৬টি খালি বোতল, ৭টি মোবাইল ফোন, ২টি পাসপোর্ট এবং নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করে। অভিযানের সময় মাদক কারবারিরা ইয়াবার প্যাকেট বাথরুমের প্যান মধ্যে ফেলে দেয়ার চেষ্টা করেছিল বলে জানা যায়।
অভিযানের নেতৃত্ব দেন মেজর আকিকুর রহমান রুশাদ। তার সঙ্গে ছিলেন কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, এসআই মহিদুল ইসলাম, এবং সেনা ও পুলিশ সদস্যরা।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, আটক নারীদের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। নতুন করে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
অভিযানের ফলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে স্থানীয়রা আশার আলো দেখছেন। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।