সাইফুল ইসলাম
স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে শহরের পায়রা চত্বরে এই কর্মসূচীর আয়োজন করে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত শিক্ষক-কর্মচারী পরিষদ।
Thank you for reading this post, don't forget to subscribe!এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দসহ শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সংগঠনটির জেলা শাখার সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তৃতা করেন। সমাবেশে দেশের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একসাথে এমপিওভুক্ত করার দাবী জানানো হয়। দাবী মানা না হলে আগামীতে অনশনসহ আরো কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেয়া হয়।