হরিণাকুণ্ড প্রতিনিধি
বয়স ১৮ না হলে বিবাহ নয় এই শর্ত পূরণের জন্য কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি তাদের মধ্যে সঞ্চয় এবং প্রণোদনা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অর্থায়নে দরিদ্র্য মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থানের সহয়তা প্রকল্পের আওতায় দ্বিতীয় বারের মতো আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মাসুদুল হক টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি.এম তারিক-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী। অনুষ্ঠানে কোর্স পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন প্রমূখ।
প্রশিক্ষণ শেষে কিশোরীদের মধ্যে জমাকৃত সঞ্চয় ও সরকারি প্রণোদনার চেকসহ শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
এছাড়াও লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের ১০জন শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।