সাইফুল ইসলাম, ঝিনাইদহ
গ্রাহককে শারীরিক নির্যাতন করায় ঝিনাইদহে পৌরসভার দৈনিক হাজিরা ভিত্তিক ৩ কর্মচারীকে অব্যাহতি ও আরো ৩ কর্মচারীক সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার পৌরসভার অফিস নোটিশে এই নির্দেশনা জারি করা হয়। নিদের্শনাটি দিয়েছেন স্থানীয় সরকার বিভাগের ঝিনাইদহের উপ-পরিচালক ও ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্রনাথ রায়।
Thank you for reading this post, don't forget to subscribe!সূত্র জানায়, গত ২৬ ফেব্রুয়ারী সকালে ঝিনাইদহ পানি সরবারহ শাখায় শফিউদ্দিন নামের এক গ্রাহক বিল দিতে আসে। তার সাথে উক্ত কর্মচারীরা বিবাদে লিপ্ত হয়ে তাকে শারিরীকভাবে নির্যাতন করে রক্তাক্ত করে। এই বিষয়ে পৌরসভা কতৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী নিয়মিত কর্মচারী বাজার আদায়কারী নাজির মো. ইমরান, পাম্প মিস্ত্রী মো. খালেকুজ্জামান,পাম্ম হাউজ প্রহরীকে মোঃ রিপনকে সাময়িক বরখাস্ত এবং হাজিরা ভিত্তিক কর্মচারী মোঃ সাগর হোসেন, মো. সাদিউল ইসলাম বাবু, লিমন হোসেনকে চাকুরী থেকে স্থায়ীভাবে অব্যহতি দেয়া হয়েছে বলে জানা গেছে।