বনি আমিন, কালীগঞ্জ
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের ট্রলির ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মৌসুমি আক্তার (২৬) এবং ফিরোজ হোসেন (২২)। মৌসুমি আক্তার উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর কন্যা এবং ফিরোজ হোসেন একই গ্রামের হাসেম আলীর পুত্র।
Thank you for reading this post, don't forget to subscribe!জানা গেছে, চাপরাইল বাজার থেকে ইজিবাইকে কালীগঞ্জ শহরের দিকে যাওয়ার পথে মল্লিক নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের ট্রলি যাত্রীবাহী ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৌসুমি আক্তারের মৃত্যু হয়।
গুরুতর আহত ফিরোজ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ রানা জানান, “মৌসুমি আক্তার ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে আনার পূর্বেই ফিরোজ হোসেনের মৃত্যু হয়।”
বার বাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসিন হোসেন জানান, “ট্রলির ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলি চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।”
দুর্ঘটনার কারণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে।