ঝিনেদার কাগজ || Jhenedar kagoj || সত্যের আলোয় সুন্দর

২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ইসরায়েল–হিজবুল্লাহর যুদ্ধবিরতির ঘোষণা দেবেন বাইডেন ও মাখোঁ

বাইডেন ও মাখোঁ

ডেস্ক রিপোর্ট

‘বেশ কাছাকাছি’ ইসরায়েল সরকার ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে শিগগিরই। ঘোষণা দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

Thank you for reading this post, don't forget to subscribe!

লেবাননের সংশ্লিষ্ট চারটি জ্যেষ্ঠ সূত্র গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছে। তবে কোনো সূত্রই সুনির্দিষ্ট কোনো সময়সূচি জানাতে পারেনি।

ওয়াশিংটনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কারবি বলেন, ‘আমরা খুব কাছাকাছি চলে এসেছি। তবে সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো কিছু হয়েছে, সেটা বলা যাবে না।’

ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এদিকে জেরুজালেমে ইসরায়েলি সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির খসড়ার অনুমোদন দিতে আজ মঙ্গলবার বৈঠকে বসবে ইসরায়েলি মন্ত্রিসভা।

সম্ভাব্য যুদ্ধবিরতির অগ্রগতির বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে সেখান থেকে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।

জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, যেকোনো চুক্তির অধীনে ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালু রাখার সক্ষমতা বজায় রাখবে। এর আগে লেবাননের পক্ষ থেকে খসড়া চুক্তির এমন শব্দবন্ধ নিয়ে আপত্তি জানানো হয়েছিল, যেটা ইসরায়েলকে এমন অধিকার দেবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির খসড়া নিয়ে দুই পক্ষের (ইসরায়েল ও হিজবুল্লাহ) মতপার্থক্য উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তবে চুক্তিতে পৌঁছানোর জন্য তাদের এখনো বেশ কিছু পদক্ষেপ নেওয়ার দরকার হবে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। তখন থেকেই হামাস ও ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় হিজবুল্লাহ। এক বছরের বেশি সময় ধরে চলা এ সংঘাত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তীব্র হয়ে ওঠে। ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করে এবং হিজবুল্লাহর কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করে। নিহত হন হিজবুল্লাহর প্রতিষ্ঠাতাদের একজন এবং সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দেওয়া ৬০ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব বিবেচনায় নিয়েছে হিজবুল্লাহ। এটি একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি চুক্তির আশা জাগাচ্ছে।

যুদ্ধবিরতির বিষয়ে লেবাননের পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইলিয়াস বওউ সাব রয়টার্সকে বলেন, নেতানিয়াহুর মনোভাব বদলে যাওয়া ছাড়া ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ‘গুরুতর কোনো বাধা’ নেই।

আরও পড়ুন

‘আধুনিক শিক্ষার সংমিশ্রণ ঘটানোর লক্ষ্যেই ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত’

আধুনিক শিক্ষার সংমিশ্রণ ঘটানোর লক্ষ্যেই ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত: উপাচার্য

ইবি প্রতিনিধি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্তর্জাতিক পরিকল্পনার অংশ হিসেবে ইসলামিক ও আধুনিক শিক্ষার সংমিশ্রণ ঘটানোর লক্ষ্যেই এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন

ইসলামাবাদে সেনা মোতায়েন

পাকিস্তানে ৪ নিরাপত্তা সদস্যসহ নিহত ৫, ইসলামাবাদে সেনা মোতায়েন

ডেস্ক রিপোর্ট সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা ইসলামাবাদমুখী জনস্রোতে উত্তাল পাকিস্তানে আজ

হরিণাকুণ্ডুতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হরিণাকুণ্ডুতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হরিণাকুণ্ড প্রতিনিধি বয়স ১৮ না হলে বিবাহ নয় এই শর্ত পূরণের জন্য কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি তাদের মধ্যে সঞ্চয়

মিয়ানমারে লড়াইয়ের জন্য জড়ো হচ্ছে রোহিঙ্গারা

মিয়ানমারে লড়াইয়ের জন্য জড়ো হচ্ছে রোহিঙ্গারা

অনুবাদ রয়টার্স থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী বসতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস। ২০১৭ সালে বৌদ্ধ অধ্যুষিত মায়ানমার সরকার দেশটির