বনি আমিন, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাঁদপুর এবং মহেশপুর থানা মটর শ্রমিকরা সরাসরি যশোর, জীবননগর ও চুয়াডাঙ্গা রুটে বাস চলাচলের সমন্বয়ের দাবিতে মানববন্ধন করেছেন। সোমবার সকাল ১০টায় কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে যশোর থেকে জীবননগরের হাসাদাহ এবং সেখান থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত রুটে যাত্রীবাহী বাস চালানোর ক্ষেত্রে সমন্বয়ের অভাবে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। একই রুটে বাস চলাচল বিভক্ত হওয়ায় মাসের ২২ দিন বাস চললেও ১৮ দিন বন্ধ থাকে। এতে করে শ্রমিকরা আর্থিক সংকটে পড়ছেন এবং মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।
মানববন্ধনে অংশ নেওয়া একজন বাস চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, কালীগঞ্জ মটর মালিক সমিতির সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার ৭টি অতিরিক্ত বাস যুক্ত করেছেন। যশোর মটর মালিক সমিতির নেতারা আরও ৬টি অতিরিক্ত বাস যুক্ত করেছেন। মহেশপুর মটর মালিক সমিতি ৬টি বাস থাকা সত্ত্বেও আরও ৪টি বাস বাড়িয়ে মোট ১০টি বাস পরিচালনার চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, যদি অতিরিক্ত ১৩টি বাস বন্ধ না করা হয়, তাহলে প্রতিটি বাসের মাসিক ট্রিপ কমে যাবে। এতে বাস মালিকদের মেরামত খরচ ওঠানো সম্ভব হবে না এবং শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়বে।
মানববন্ধন শেষে শ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যার কথা তুলে ধরেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “মটর শ্রমিকদের সমস্যা শুনেছি এবং আলোচনা করে এর সমাধান করেছি। তারা পুনরায় বাস চালানো শুরু করেছেন।”
শ্রমিকরা অতিরিক্ত বাস বন্ধ করে রুটে সমন্বয়ের দাবি জানিয়ে বাস চলাচল নির্বিঘ্ন করার আহ্বান জানান।