ডেস্ক রিপোর্ট
দীর্ঘ তিন মাস অনুপস্থিত থাকার পর আজ রবিবার সকাল ৯ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করার অভিযোগ উঠেছে কলেজ শিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত কালীগঞ্জ মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষক ইসরাইল হোসেন প্রাক্তন ছাত্রলীগ নেতা । জানা গেছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কুমারের সহায়তায় এমনটি হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!এ বিষয়ে অধ্যক্ষ মনোজ কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইসরাইল হোসেন একদিনের হাজিরা দিতে চেয়েছিলেন। তবে পরে দেখা যায়, তিনি হাজিরা খাতা নিয়ে বিগত তিন মাসের অনুপস্থিত দিনগুলোর খালি ঘরে স্বাক্ষর করেছেন। মনোজ কুমার এর কাছে আরো জানতে চাওয়া হয় যে, অনুপস্থিত থাকা সত্ত্বেও কেন খাতায় অনউপস্থিতির চিহ্ন উল্লেখ করা হয়নি? ঘর গুলো কেন ফাঁকা রাখা হয়েছে ? কিন্তু এ বিষয়ে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি।”
অন্যদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক হুসাইন আহমেদ জানান, “ইসরাইল হোসেন একজন সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমানে তিনটি মামলার আসামি। প্রশ্ন হচ্ছে, তিনি কীভাবে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতা ছাড়া অনায়াসে কলেজে প্রবেশ করে হাজিরা দিতে সক্ষম হলেন। এখানে অবশ্যই কলেজ কর্তৃপক্ষের কোনো না কোনোভাবে জড়িত থাকার প্রমাণ রয়েছে।” তিনি কলেজ কর্তৃপক্ষের প্রতি দাবি জানান, এই ধরনের অপরাধের সাথে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, যাতে কলেজটি কলঙ্কমুক্ত হয়।
এদিকে জানা গেছে, আজ ইসরাইল হোসেনসহ আরও ২১ জন আদালতে আত্মসমর্পণ করেছেন।