কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উছেন মে।
আনুষ্ঠানিক ভাবে গতকাল সোমবারে প্রশিক্ষণ শুরু হয়ে আজ মঙ্গলবার শেষ হয়। এসময় প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, ঝিনাইদহের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মুন্সী ফিরোজা সুলতানা, কোটচাঁদপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তরুণ কুমার, মহেশপুরের মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার।
এ ছাড়া উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম।
এ সময় প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন, কোটচাঁদপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের ভিজিটর হালিমা খাতুন, পৌরসভার এফপিআই সোহাগ মোস্তফা, কুশনার এফপিআই বিপুল হোসেন, এলাঙ্গীর এফপিআই সালাহ উদ্দিন, পৌরসভার এফ ডব্লিউএ উর্মি আক্তারসহ মোট ২২ জন।
উপজেলার রিসোর্সপুলের ২ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় মাঠ পর্যায়ের প্রশিক্ষকদের গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন মডিউল-১ নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।