সাইম সাঈদী
বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামি ছাএশিবির কৃতৃক ঘোষিত কর্মসূচির আলোকে ক্রিকেট খেলা, আলোচনা সভা ফুটবলখেলা,বেলুন ফোটানো, বিস্কুটখেলা, দরিটানাটানি, ও দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করে বাংলাদেশ ইসলামী ছাএশিবির ঝিনাইদহ জেলা শাখা।
Thank you for reading this post, don't forget to subscribe!১৬ ই ডিসেম্বর সোমবার সকাল ৯:০০ টা থেকে দিনব্যাপি এই অনুষ্ঠান আয়োজিত হয়।
ছাএশিবির ঝিনাইদহ জেলা সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামি ছাএশিবিরের কেন্দ্রীয় সহকারী প্রকাশনা সম্পাদক ও সাবেক ঝিনাইদহ জেলা সভাপতি আহসান হাবিব।
তিনি বলেন, আমাদের চারিএিক বৈশিষ্ট্য আরও সুশৃঙ্খল করতে হবে। আমাদের ব্যাবহারকে আরও মার্জিত ও সুন্দর করতে হবে। মানুষের সাথে কথা বলার সময় সর্বদা ভদ্রতার পরিচয় দিতে হবে। মানুষের সাথে দেখা হলেই আগে আগে সালাম দিতে হবে। আমরা এ সমাজ পরিবর্তন করতে হলে আমাদেরকে সমাজের সবচাইতে ভালো মানুষ হওয়া প্রয়োজন। তাই আমাদের সকলের একটিই চিন্তা থাকবে আমাদের ব্যাবহার যেন আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাএশিবির ঝিনাইদহ শহর শাখার সাবেক সভাপতি, সাবেক মহেশপুর উপজেলা চেয়ারম্যান জনাব মাওলানা আব্দুল হাই।
উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাএশিবির ঝিনাইদহ জেলা শাখার সাবেক বায়তুলমাল সম্পাদক, ইবনে সিনা হাসপাতালের এরিয়া ম্যানেজার জনাব মারুফ আহমেদ সহ আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ