বনি আমিন, কালীগঞ্জ
Thank you for reading this post, don't forget to subscribe!“সমবায়ে গড়ব দশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে উদযাপিত হলো ৫৩তম জাতীয় সমবায় দিবস। শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার শ.ম রাশিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার (সম্প্রসারণ) আক্তারুজ্জামান মিয়া, কালীগঞ্জ থানার পরিদর্শক সমীরন এবং উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা জবা খাতুন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমবায়ী বাবু প্রভাত কুমার ব্যানার্জী, হেলাল উদ্দিন, মিনা ভট্টাচার্য্য, পিকুল হাসান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহজাহান আলী বিপাশ।
জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় উন্নয়ন তহবিলে বিশেষ অবদান রাখায় মোচিক সমবায় সমিতি লিমিটেড ও কালীগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, যা সমবায় আন্দোলনের প্রতি একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।